পাঁচ হাজার মানুষকে ইফতার করালেন মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করেই দেশে ফিরে চলে গেছেন নিজের গ্রাম তেতুলিয়ায়। টানা ম্যাচ খেলায় কিছুটা ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ, তাই গ্রামের বাড়িতে আপাতত বিশ্রামে আছেন তিনি। সেখানেই প্রথম রমজানে গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের ইফতারের আয়োজন করলেন তিনি।
মঙ্গলবার প্রথম রমজানেই রোজাদারদের সম্মানে এলাকার পার্শ্ববর্তী ৬টি মসজিদে প্রায় ৫ হাজার মানুষকে ইফতার করালেন কাটার মাস্টার। ইফতারির আয়োজনে খেজুরের সঙ্গে ছিল গরুর মাংস আর খিঁচুড়ি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুস্তাফিজের গাড়ির ড্রাইভার রেজাউল ইসলাম। তিনি জানান, ইফতারের জন্য দেশ সেরা এই পেসার এক লাখ টাকা মূল্যের একটি গরু কিনেছিলেন। এতে সব মিলিয়ে তার প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে।
মুস্তাফিজের ইফতারে শরীক হওয়া তেঁতুলিয়া এলাকার বাসিন্দারা বলেন, মুস্তাফিজ আমাদের গ্রামের ছেলে। সে বয়সে ছোট হলেও সম্মানে অনেক বড় হয়েছে। আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছে। দোয়া করি সে আরো অনেক বড় হোক, এলাকার সুনাম বৃদ্ধি করুক।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন