পাংশায় পরকিয়ায় বলির পাঁঠা হলেন পলাশবাবু
রাজবাড়ী প্রতিনিধি, রাশেদ খান মিলন: গত ০৯ মার্চ পরকিয়ায় জরিয়ে রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর এলাকার নারায়নপুরে পরকিয়ায় জীবন দিলেন পলাশবাবু(৩০)নামে এক যুবক। পাংশা থানা ও অন্যান্য সুত্রমতে জানা যায়, উপজেলার মৌরাট ইউপির বিলচত্রা গ্রামের ওবায়দুর রহমানের সথে পাশা পৌ্র এলাকার সত্যজিতপুর নজরুল ইসলামের মেয়ে নিপা (২২) এর সথে ৮ বছর পুর্বে বিয়ে হয়।
বিয়ের আগে থেকেই উপজেলার পৌ্র এলাকার বিষ্ণপুর গ্রামের করিম মন্ডলের ছেলে পলাশবাবুর সাথে নিপার প্রেম-প্রনয় চলছিল। পরে নিপার সামী সৌদিয়ারব চলে গেলে নিপা ও পলাশবাবু আকাশের চাঁদ পেয়ে যায় হাতে, মেতে ওঠে পরকিয়ার মজার খেলায়। এটাকে আরো পাকাপোক্ত করতে নিপা নিজের চার বছরের ছেলে সিহাবকে নিয়ে পৌ্র এলাকার নারায়নপুর কলেজপাড়া (পাংশা সরকারি কলেজের পিছনে) আতিয়ার রহমানের বাড়ী ভাড়া নিয়ে থাকতে শুরু করে এবং সামী প্রবাসে থাকার সুবাদে অবলিলায় পলাশবাবুর সাথে পরকিয়াপর্ব সুন্দরভাবে চালিয়ে যেতে থাকে। সম্প্রতি পলাশবাবু এই পরকিয়াকে পুর্নাংগ রুপ দিতে নিপাকে বিয়ের প্রস্তাব দিলে নিপা তাতে অনিহা প্রকাশ করে ।
পলাশবাবু এতে নিরাশ না হয়ে এ ধারা অব্যাহত রাখে এবং ক্রমান্যয়ে নিপার উপর চাপ প্রয়োগ করতে থাকে। জানা যায়, ঘটনার দিন গত ০৯ মার্চ বিকেলে পলাশবাবু নিপার ভাড়া বাসায় যায় এবং অবস্থান করে। রাত্রে নিপার সাথে কথা কাটাকাটি হয় এবং নিপাকে শারীরিক নির্জাতনও করে। পরে আনুমানিক রাত ১১টার দিকে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে পড়ে। স্থানিয়দের সহায়তায় পলাশবাবুকে পাংশা উপজেলা সাস্থ-কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পলাশবাবুকে মৃত ঘোষনা করেন।
সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং নিপাকে আটক করে থানায় নিয়ে আসে। একই সাথে ময়না তদন্তের জন্য রাজবাড়ীতে পাঠানোর পক্রিয়া বাস্তবায়ন করতে থাকে। তবে নিহত পলাশবাবুর পিতা করিম মন্ডল জানান, ঘটনার দিন অজ্ঞ্যাতনামা ৩ জন ব্যাক্তি পলাশ বাবুকে ডাকতে তার বাড়ীতে যায়। তিনি দাবি করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ সংবাদ লেখা পর্জন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন