পাওয়া গেল এবারের আইপিএল এর প্রথম সেঞ্চুরিয়ান !
এই প্রথম নবম ম্যাচে এসে এবারের আইপিএল সেঞ্চুরি দেখতে পেল। আর প্রথম সেঞ্চুরিটি দিল্লি ডেয়ারডেভিলসের সঞ্জু স্যামসনের। রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে আজ ৬৩ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ভারতের হয়ে একটি টি-টোয়েন্টি খেলা ডানহাতি এই ব্যাটসম্যান।
এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে স্যামসনের সর্বোচ্চ ইনিংস ছিল ৮৭, ২০১৫-১৬ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ঝাড়খণ্ডের বিপক্ষে। শেষ ১৫ ইনিংসে ছিল না কোনো ফিফটি। সবশেষ পঞ্চাশ ছুঁয়েছিলেন ২০১৬ আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে।
সেই স্যামসন আজ দ্বিতীয় ওভারে যখন উইকেটে এলেন, দিল্লির স্কোর ১ উইকেটে ২! সেখান থেকে কী দুর্দান্ত এক সেঞ্চুরিই না করলেন তিনি। ৪১ বলে ফিফটি ছোঁয়ার পর পরের পঞ্চাশ করতে লেগেছে মাত্র ২২ বল! অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জামপাকে ছক্কা হাঁকিয়ে ৬২ বলে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেছেন। পরের বলেই আউট হওয়ার আগে ৮ চার ও ৫ ছক্কায় সাজিয়েছেন ১০২ রানের ইনিংসটি।
স্যামসনের ১০২ ও ক্রিস মরিসের ৯ বলে অপরাজিত ৩৮ রানের ঝোড়ো ইনিংসে দিল্লি ২০ ওভারে ৪ উইকেটে করেছে ২০৫ রান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন