পাকিস্তানকে আমিরাতের ১৩০ রানের চ্যালেঞ্জ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে পাকিস্তান। টসে হেরে ফিল্ডিং-এ যেতে হয় পাকিস্তানকে। শুরুতেই মাত্র ১২ রানে আরব আমিরাতের তিন উইকেটের পতন ঘটলে বিপর্যয়ের মুখে পড়ে আমিরাত। এরপরে সেই বিপর্যয় কাটাতে সহায়তা করেন টপ অর্ডার আনোয়ার।
রোহান মোস্তফা এক রানে সামির বলে আফ্রিদিকে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপরে কালিম আমিরের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ব্যক্তিগত ৫ রানে শাহজাদ বিদায় নেন ইরফানের বলে। এরইমধ্যে আমিরাতের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকা শায়মন আনোয়ারকে ৪৬ রানের মাথায় প্যাভিলিয়নে পাঠান মোহাম্মদ ইরফান। ব্যক্তিগত নয়রানে আফ্রিদি ফেরত পাঠান উসমান মুশতাককে। ২১ রানে আমির মোহাম্মদ উসমানকে বোল্ড করে শেষ আঘাত হানেন আমিরাতের ব্যাটিং লাইন আপে। ২০ ওভার শেষে আরব আমিরাত পাকিস্তানকে ১৩০ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে।
আমিরাতের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সামি। দ্বিতীয় ওভারের শেষ বলে সামির ডেলিভারিতে রোহান মোস্তফা শহীদ আফ্রিদির হাতে ধরা পড়েন। আর তৃতীয় ওভারের চতুর্থ বলে আমিরের বলে বোল্ড হয়ে যান মোহাম্মদ কলিম। পরের ওভারেই ইরফানের বলে কট বিহাইন্ড হয়ে যান মোহাম্মদ শেহজাদ।
আন্তর্জাতিক টি২০-তে দুদলের এটিই প্রথম মুখোমুখি লড়াই। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।
এশিয়া কাপ টি২০-এর ম্যাচে সোমবার সন্ধ্যায় ম্যাচ শুরুর আগেই টস ভাগ্যে হেরে যান পাক অধিনায়ক শহীদ আফ্রিদি। উইকেটের অভিজ্ঞতা মাথায় রেখে আরব আমিরাত অধিনায়ক আমজাদ জাভেদ শুরুতে ব্যাটিংয়ের সুযোগই গ্রহণ করেন।
এটি পাকিস্তানের শততম টি২০ ম্যাচ। প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি২০-তে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে তারা। এই ম্যাচে অভিষেক হয়েছে পাকিস্তানের স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজের। প্রথম ম্যাচে পাকিস্তানের বোলাররা দুর্দান্ত খেলেছে। তবে মাত্র ৮৪ রানের লক্ষ্য ভারতের সামনে থাকায় ম্যাচে পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি আফ্রিদি বাহিনী।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন