পাকিস্তানকে কোণঠাসা করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ভারত!
উরিতে পাকজঙ্গিরা ভারতের সেনাঘাঁটিতে হামলা করেছে। জবাবে ভারতও পাক জঙ্গিঘাঁটি বিধ্বস্ত করে দিয়েছে। এর পরে আগ বাড়িয়ে কোনও সামরিক পদক্ষেপের কথা না ভাবলেও পাকিস্তানকে ছেড়ে দিতে রাজি নয় ভারত। এমনই পরিকল্পনা করেছে দিল্লি। পাকিস্তানকে কোণঠাসা করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।
ভারতীয় গণমাধ্যম দৈনিক এবেলার অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
এবেলা জানায়, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করলেই যে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, এমনটা ভাবছে না দিল্লি। বরং, জঙ্গি মদত আরও বাড়াতে পারে পাকিস্তান। এই পরিস্থিতিতে পাকিস্তানকে কোণঠাসা করাই ভারতের লক্ষ্য। এই লক্ষ্য মাথায় রেখেই একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। দেখে নেওয়া যাক, সামরিক অভিযান ছাড়াও কী কী করতে পারে ভারত।
আপাতত পাকিস্তানকে অর্থনৈতিকভাবে বিপাকে ফেলার পরিকল্পনা রয়েছে। এমনিতেই পাকিস্তানের অর্থনীতি বিপর্যস্ত। যথেষ্টই সঙ্কটে নওয়াজ শরিফ সরকার। দেশের পরিকাঠামোগত খরচ চালানো, প্রতিরক্ষার খরচ চালানো মুশকিলের। সেই সঙ্গে পাকিস্তান সরকারের বাড়তি খরচ রয়েছে জঙ্গিদের অর্থ ও অস্ত্র জোগানোর জন্য। বিদেশ থেকে পাওয়া সহায়তার অর্থেই নাশকতায় মদত দেয় পাকিস্তান। এখন সেই অর্থ জোগাতে গেলে দেশের উন্নয়ন থমকে যাবে। এমনিতেই পাকিস্তানে পরিকাঠামোগত উন্নয়নের থেকে প্রতিরক্ষা ও জঙ্গি-মদতে বেশি খরচ হয়। পাক সরকারকে অর্থনৈতিকভাবে আরও কোণঠাসা করতে পারলে দেশ-চালানো, জঙ্গি-চালানো দুই ক্ষেত্রেই বিপাকে পড়বে পাকিস্তান।
ভারত তাই চেষ্টা করবে যাতে বিদেশি সাহায্য কমে যায়। ইতিমধ্যেই বিশ্বর দরবারে পাকিস্তানের ভাবমূর্তি তলানিতে নিয়ে আসার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে ভারত। বিদেশি সাহায্য আগামী দিনে আরও কমবে। ফলে ইসলামাবাদ আরও সমস্যায় পড়বে বলেই মনে করছে দিল্লি।
পাকিস্তানের অর্থনৈতিক হাল আরও খারাপ করার জন্য ব্যবসায়িক সম্পর্কও বন্ধ করে দিতে পারে ভারত। একই সঙ্গে অন্যান্য দেশের সঙ্গেও যাতে পাকিস্তানের আমদানি, রফতানি সম্পর্ক কমাতেও উদ্যোগ নিতে পারে ভারত। ভারতে পাকিস্তান থেকে বস্ত্র, শুকনো ফল ও মশলা আসে। এই সবের আমদানিও বন্ধ করে দিতে পারে ভারত সরকার। তাতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস মুখ থুবড়ে পড়বে।
প্রতিবেদনে আরও জানায়, ইতিমধ্যেই এটা স্পষ্ট যে, কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করে দেওয়ার নীতি নিয়েছে ভারত সরকার। সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে পাকিস্তানের ভাবমূর্তি গোটা বিশ্বের কাছেই প্রতিষ্ঠিত। ইতিমধ্যেই মার্কিন সেনেটে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ ঘোষণার দাবি উঠেছে। এইভাবে পাকিস্তান সম্পর্কে বাকি দুনিয়ার ধারণা খারাপ করার জন্য আরও উদ্যোগী হতে পারে দিল্লি।
এখানেই শেষ নয়, ভারত পাকিস্তানের ভিতরে রাজনৈতিক অস্থিরতায় মদত দিতে পারে। পাক মাটিতে জিইয়ে রাখতে পারে অশান্তি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন