পাকিস্তানকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার জয়োল্লাস

সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৯২ রানে হারল পাকিস্তান। আগে ব্যাট করে ৯ উইকেটে ২৬৮ রান করে ওজিরা। জবাবে ৪২.৪ ওভারে ১৭৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
অস্ট্রেলিয়া বোলারদের তোপে দাঁড়াতেই পারেনি পাক ব্যাটসম্যানরা। ৪৭ রানে দুই উইকেট খোয়ায় তারা। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট পড়তেই থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার পুরিয়ে যাওয়ার আগেই শেষ পাকিস্তান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারকে দ্রুত হারায় ওজিরা। কিন্তু সাত নম্বরে ব্যাট করতে আসা ম্যাথু ওয়েডের দারুণ শতকে লড়াকু সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ৫৬ বলে ৬০ রান করেন ম্যাক্সওয়েল।
পাক বোলারদের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন হাসান আলী। ২টি করে উইকেটে নিয়েছেন আমির, ওয়াসিম। খালি হাতে ফেরেননি নওয়াজও।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৬৮/৯ (ওয়ার্নার ৭, হেড ৩৯, স্মিথ ০, লিন ১৬, মার্শ ৪, ম্যাক্সওয়েল ৬০, ওয়েড ১০০*, ফকনার ৫, কামিন্স ১৫, স্টার্ক ১০, স্ট্যানলেক ১; হাসান ৩/৬৫, ইমাদ ২/৩৫, আমির ২/৫৪ নওয়াজ ১/৪৮)
পাকিস্তান: ৪২.৪ ওভারে ১৭৬ (আজহার ২৪, শারজিল ১৮, বাবর ৩৩, আকমল ১৭, রিজওয়ান ২১, ওয়াসিম ২৯, নওয়াজ ১, আমির ৮, ওয়াহাব ৬, হাসান ১*; ফকনার ৪/৩২, কামিন্স ৩/৩৩, স্টার্ক ২/৩৪, মার্শ ১/২৭)
ফল: অস্ট্রেলিয়া ৯২ রানে জয়ী
ম্যাচ সেরা: ম্যাথু ওয়েড।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন