পাকিস্তানকে বিধ্বস্ত করে দিচ্ছে বাংলাদেশী বোলাররা

নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে পাকিস্তানি ব্যাটসম্যানদের চাপের মুখে রেখেছে বাংলাদেশি মেয়েরা।
বুধবার কলম্বোতে শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরু থেকে দেখে শুনে এগোলেও দলীয় ৭৬ রান থেকে ৭৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এর পর আবার দেখে শুনে পথ চলে বিষমা মারুফ-নাইন আবিধি। কিন্তু ব্যক্তিগত ২৭ রানের মাথায় রান আউট হয়ে মাঠ ছাড়েন আবিধি। তার কিছুক্ষণ পরই তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে আবিধির দেখানো পথে হাঁটেন মারুফ। মাঠ ছাড়ার আগে তার ব্যক্তিগত স্কোর দাঁড়ায় ৩৫ রান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২০০ রান।
মাঠে রয়েছেন, রাবিয়া শাহ (৩০) ও আলিয়া রিয়াজ (১৬)
বাংলাদেশের হয়ে খাদিজা ও রুমানা দুইটি করে উইকেট সংগ্রহ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন