পাকিস্তানকে মাড়িয়ে সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ?

খবর আছে পাকিস্তানের! সরাসরি ২০১৯ বিশ্বকাপের মঞ্চে পা রাখা অনেক কঠিন হয়ে গেল আমির-হাফিজদের জন্য। অপরদিকে পাকিস্তানকে মাড়িয়ে সরাসরি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজার দল। অবশ্য চূড়ান্ত খবর আসবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের পর।
আইসিসির নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরে প্রকাশিতব্য র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডসহ শীর্ষ সাত দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে। বাকি দুটি দলকে খেলতে হবে বাছাইপর্ব। বর্তমান র্যাঙ্কিংয়ে সাতে বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত টাইগাররা সরাসরি বিশ্বকাপের সুযোগ পাচ্ছে। আর আটে থাকা পাকিস্তান এক প্রকার হিসাবের বাইরে।
কিন্তু সামনে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। যেগুলোর ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ নাকি পাকিস্তান কে সরাসরি যাবে বিশ্বকাপে। বাংলাদেশের সামনে ত্রিদেশীয় সিরিজ আর চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে ভালো করতে হবে মাশরাফিদের।
অপরদিকে পাকিস্তানকে চেয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। সামনের ম্যাচগুলোতে বাংলাদেশ যদি খারাপভাবে হারে আর পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করতে পারে তবেই সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা হবে পাকিস্তানের।
পাকিস্তান ছাড়া ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরও নাজুক। তারা আছে নয় নম্বরে। রেটিং পয়েন্টও অনেক কম। মাত্র ৮৪। যেখানে বাংলাদেশের অর্জন ৯২ আর আচে থাকা পাকিস্তানের রেটিং ৮৯। তাছাড়া কোনো ইভেন্টের যোগ্যতা যাচাইয়ে সর্বশেষ দুই বছরের ফলাফল বিবেচনা করে র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন