মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানকে যেভাবে জবাব দিল বাংলাদেশ

সম্প্রতি দুই যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও অালী আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করায় বাংলাদেশজুড়ে এর নিন্দার ঝড় উঠে। এদিকে এ ঘটনায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে একটি প্রতিবাদলিপিও পাঠানো হয়েছে। প্রতিবাদ লিপিতে উল্লেখ্য করা হয়- ১. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করায় বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় অংশ নেওয়ায় তাদের এ শাস্তি দেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক যে পাকিস্তান এই মানবতাবিরোধীদের পক্ষে মন্তব্য করেছে। এ ধরনের অযাচিত মন্তব্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়, যা অগ্রহণযোগ্য। ২. মানবতাবিরোধী ও গণহত্যাকারীদের পক্ষে প্রকাশ্যে কথা বলে পাকিস্তান প্রমাণ করলো তারা ১৯৭১ সালের মাহন মুক্তিযুদ্ধে এসব ঘৃণ্য হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল। ৩. বাংলাদেশ সরকার দৃঢ়তার সঙ্গে আবারও বলতে চায় সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে এ বিচার কার্য স্বাধীন, স্বচ্ছ, উন্মুক্ত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। অভিযুক্তদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক যুদ্ধপরাধ আদালত অনুসরণ করে পুরো বিচারিক কার্যক্রম স্বচ্ছ ও উন্মুক্তভাবে পরিচালিত হয়েছে। এতে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং অভিযুক্তদের স্বজনদের উপস্থিতিও ছিল। প্রসিকিউশন সাকা চৌধুরীর নকল অ্যালিবি ধ্বংস করেছে। মৌখিক ও লিখিতভাবে প্রমাণ করেছে যে তার বিরুদ্ধে আনা অভিযোগের দায়ভার তার ওপরই বর্তায়। ৪. বিচারিক কার্যক্রমে শুধু অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নেওয়া হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় নয়। তারা দেশের দুই বিরোধীদলের নেতা এই বিষয়টি নেহায়েত কাকতালীয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র তার বিবৃতিতে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (ভুল করে তিনি ন্যাশনাল লিখেছেন) নেতা বলে উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের কথা তিনি উল্লেখ করেননি। তিনি এও বলেননি যে মুক্তিযুদ্ধের সময় ওই দলের কোনও অস্তিত্ব ছিল না। আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের সভাপতি ও আল বদর নেতা ছিলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বিবৃতিতে মুজাহিদের এই রাজনৈতিক পরিচয় তুলে ধরেননি। তিনি মুজাহিদকে উল্লেখ করেছেন শুধু বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা হিসেবে। ওই মুখপাত্র দণ্ডপ্রাপ্তদের আসল পরিচয় লুকাতে চেয়েছেন, এটা যেকোনও ব্যক্তি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবেন। ৫. আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ (আইসিটি-বিডি) কিছু কিছু ক্ষেত্রে অভিযুক্তদের অভূতপূর্ব সুযোগ দিয়েছে। তাদের সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ দেওয়া হয়েছে। এসব সুযোগ ন্যুরেমবার্গ ট্রাইবুনাল, টোকিও ট্রায়াল এমনকি আন্তুর্জাতিক যুদ্ধাপরাধ আদালতেও দেওয়া হয়নি। কিছু কিছু ক্ষেত্রে আপিল বিভাগ আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির দন্ডপ্রাপ্তদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। মুজাহিদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আইসিটি’র রায় সমুন্নত রেখেছে। ৬. এটি দুর্ভাগ্যজনক যে রায় বিশ্বের বিভিন্ন দেশ সমর্থন করছে, তখন পাকিস্তান এ রায়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক বক্তব্য রাখছে। বাংলাদেশের সরকার ও জনগণ বিশ্বাস করে, একটি সার্বভৌম দেশের স্বাধীন বিচারব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তান কোনওভাবেই এ ধরনের পক্ষপাতমূলক মন্তব্য করতে পারে না। ৭. এখানে লক্ষ্যণীয় যে অভিযুক্ত দু’জনই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর দায় স্বীকার করে নিয়েছে এবং বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। এ বিচার প্রক্রিয়ার প্রতি আর্ন্তজাতিক সম্প্রদায়ের সমর্থনের লক্ষ্যে ২০১৪ সালের ১৬ জানুয়ারি পুরো বিষয়টি ইউরোপিয়ান পার্লামেন্টে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এই বিচার প্রক্রিয়াটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিগৃহীতদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ৮. একই ধারাবাহিকতায় নিজেদের ভুল ব্যাখ্যা, সংকীর্ণ ও পক্ষপাতমূলক মন্তব্যের মাধ্যমে পাকিস্তান, ১৯৭৪ সালে এ অঞ্চলে দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ভারত ও বাংলাদেশের সঙ্গে করা চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ ধরনের অবস্থান আন্তর্জাতিক ফৌজদারি ব্যবস্থার মূলনীতির পরিপন্থী হিসেবে বিবেচিত হবে। ৯. এটি পাকিস্তানের ব্যর্থতা যে তারা ১৯৭১ সালে চালানো অরাজকতার জন্য দায়ীদের বিচারের সম্মুখীন করতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া, ১৯৭৪ সালের ত্রিদেশীয় চুক্তির কথা উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বেলী রেজ্যুলিউশন এবং আর্ন্তজাতিক আইন, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার মতো অভিযোগ গুলোতে অভিযুক্ত ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীকে আর্ন্তজাতিক মানদন্ডে বিচারের আওতায় আনতে হবে। পাকিস্তানের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ জাতীয় ঘটনায় তারা নিন্দা এবং তীব্র অনুতপ্ত প্রকাশ করছেন। ১০. যুদ্ধাপরাধীদের বিচার কাজ দেরিতে শুরু হলেও, এ কার্যক্রমের বিরোধীতা করে পাকিস্তান এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার দায় এড়িয়ে যেতে পারে না। পাকিস্তান পুরোপুরি ভুল অবস্থানে থাকবে যদি তারা এ বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে আইনের প্রতিষ্ঠা ব্যাতিরেকে এর ইতিহাসের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অবস্থান এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এ ছাড়া, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নৈরাজ্যের সত্যতা না মেনে নিয়ে পাকিস্তান এ দেশের মানুষকে সত্য ও আইন প্রতিষ্ঠার পথ থেকে দূরে রাখতে পারবে না। ১১. এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ, পাকিস্তানের ‘সুনাম’ ও ‘সম্প্রীতি’র ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টিকে প্রাধান্য দেয়। কারণ, সাউথ এশিয়ান এসোসিয়শন অব রিজিওনাল কো-অপারেশন (সার্ক)- এর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ এ অঞ্চলে শান্তি, সম্প্রীতি, সমন্বয়সাধন এর ওপর গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের আহ্বানে সাড়া না দিয়ে, এ দেশে চলমান মানবতাবিরোধী অপরাধ ও সংঘটিত গণহত্যার চলমান বিচার নিয়ে বিদ্বেষপূর্ণ প্রচারণা অব্যাহত রাখছে পাকিস্তান। দেশটির এ অবস্থানের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। এ ধরনের পরিস্থিতি দু’দেশের মধ্যকার গত কয়েক দশক ধরে অব্যাহত রাখা বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সর্ম্পকের ক্ষেত্রে ভালো ফল বয়ে আনবে না। বাংলাদেশ সরকার গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণের জন্য পাকিস্তানের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ সরকার আশা করছে, পাকিস্তান দায়িত্বশীল ব্যবহার করবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সংযত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের হাইকমিশনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা