পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার পিটিশন বন্ধ
পাকিস্তানকে ‘সন্ত্রাসে মদদ দেয়ার রাষ্ট্র’ ঘোষণার পিটিশনটি জালিয়াতি সন্দেহে বন্ধ ঘোষণা করেছে হোয়াইট হাউস। খবর ডন নিউজের।
প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজের পিটিশন পেজটিতে সংক্ষিপ্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘পিটিশনটি বন্ধ।’ হোয়াইট হাউস ঘোষণা করেছে, পিটিশনটি আর্কাইভে রাখা হয়েছে। কারণ এটি স্বাক্ষরের শর্ত পূরণ করেনি। এটি আর স্বাক্ষর করা সম্ভব নয়।
হোয়াইট হাউসের নিয়ম অনুযায়ী পিটিশনটি চালু করার জন্য ২১ অক্টোবর পর্যন্ত এক লাখ স্বাক্ষরের প্রয়োজন ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে শেষে পিটিশনটিতে স্বাক্ষর করেছে ছয় লাখ ২৫ হাজার ৭৭২ জন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, পেজটিতে সম্ভবত জালিয়াতি করে স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। পিটিশনটি হোয়াইট হাউসের ওয়েব পেজে ‘উই দ্য পিপল’ নামে সবার জন্য উন্মুক্ত ছিল।
খবরে আরও বলা হয়, পিটিশনটিতে স্বাক্ষর করা অধিকাংশ ব্যক্তিই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। পিটিশনটিতে লেখা হয়েছিল, ‘মার্কিন, ভারতীয় এবং অন্যান্য দেশের জনগণের জন্য এই পিটিশনটি গুরুত্বপূর্ণ। কারণ পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়ায় তারা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ভারতীয় সম্প্রদায় ব্যাপক হতাশ করেছে। তাই পিটিশনটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। পাকিস্তানের বিষয়ে মার্কিন প্রশাসনকে পাকিস্তানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে বাধ্য করা হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যে, ভারতীয় বংশোদ্ভূতরা পাকিস্তান থেকে আসা ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
গত সপ্তাহে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকরাও বেলুচিস্তান, ফাতা এবং করাচিতে জঙ্গিদের মদদ দেয়ার অভিযোগে ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিতে একটি পিটিশন চালু করে। পিটিশনটিতে এক লাখ স্বাক্ষর সংগ্রহের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।
গত ২০ সেপ্টেম্বর মার্কিন হাউস অব রিপ্রেজেন্টিভস(প্রতিনিধি পরিষদ)-এ পাকিস্তান ‘সন্ত্রাসবাদে মদদ দেয়া রাষ্ট্র’ ঘোষণার জন্য আরেকটি পৃথক বিল উত্থাপন করা হয়। কংগ্রেস সদস্য টেড পো এবং ডানা রোহরাবাখের এই বিলটি উত্থাপন করেন। তাদের পাকিস্তানবিরোধী রেজুলেশন পৃষ্ঠপোষকতার ইতিহাস রয়েছে। তাদের অধিকাংশ রেজুলেশনই পরাজিত হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন