‘পাকিস্তানি ব্যাটসম্যানরা নিজেদের জন্য খেলে’

মোহাম্মদ ইউসুফ মনে করেন, পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যানরা নিজেদের জন্য ব্যাট করেন। বর্তমান ওয়ানডে দলে থাকা ব্যাটসম্যানরাও নিজেদের জন্য খেলেন। দলের বা দেশের জন্য নয়।
সাবেক পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘বর্তমান ওয়ানডে দলটির দিকে তাকান। ব্যাটসম্যানরা নিজেদের ব্যাটিং গড় বাড়াতে চেষ্টা করে। দলের প্রয়োজন তাদের কাছে তুচ্ছ। সিনিয়র ব্যাটসম্যানদের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। অথচ তারাও এমনটি করছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্প্রতি পাকিস্তানি ব্যাটসম্যানদের এমন কাণ্ডজ্ঞানহীন দায়িত্ব আমাকে অবাক করেছে।’
এই সাবেক তারকা ব্যাটসম্যান যোগ করেন, ‘ক্যারিবীয় সফরে স্বাগতিক বোলারদের সমীহ করে খেলেছে আমাদের ব্যাটসম্যানরা। অথচ ওদের বোলিং আক্রমণের মোকাবেলা করা কষ্টকর ছিল না। রক্ষণাত্মক না খেলে পাকিস্তানি ব্যাটসম্যানরা আক্রমণাত্মক খেলতে পারত। তারা নিজেদের ব্যাটিং গড় বাড়ানোর জন্য খেলেছে। আমি বলব, ব্যাটিংয়ের আর্টই সবকিছু নয়। স্বাভাবিক ভঙ্গিতেও অনেক রান তোলা যায়। আমাদের ব্যাটসম্যানরা টিকে থাকার জন্য লড়েছে, এটা দলের জন্য প্রয়োজন ছিল না। বিশেষ করে এই সফরে।’
৪২ বছর বয়সী ইউসুফ বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদের সবচেয়ে বড় সমস্যা হল তারা দলের জন্য আবেগ দেখাচ্ছে না। দেশপ্রেম নেই বললেই চলে। দেশের জন্য তাদের টান খুব কম। তাদের ফিফটি করার মানসিকতা বেশি, দলকে সহজভাবে জেতানোর মানসিকতায় তারা পিছিয়ে। দলের জয় নিশ্চিত করার চেয়ে নিজেদের ব্যক্তিগত অর্জনের জন্য খেলে। ৪০ কিংবা ৫০ রান বড় কথা নয়। এটা দলকে কতটুকু সহায়তা করে তারাই জানে। হাফ সেঞ্চুরির জন্য ক্রিজে পড়ে থাকা দলের ওপর বাড়তি চাপ তৈরি করে।’
ব্যাটসম্যানদের প্রতি ভালো খেলার পরামর্শ দিয়ে ইউসুফ জানান, ‘কোনো ব্যাটসম্যানকে দেখিনি ক্যারিবীয় সফরে দলকে জেতাতে। কেউ ম্যাচ উইনিং ইনিংস খেলতে পারেনি। তাদের চোখ থাকে কখন একজন স্পিনার বোলিং আক্রমণে আসবে আর তারা নিজেদের রান বাড়িয়ে নেবে। অথচ যখন কোনো পেসার বল করতে আসছে, ঘণ্টায় ৮৫ মাইল বেগে বল করছে, তখন পাকিস্তানি ব্যাটসম্যানরা ব্যাটে-বলে সংযোগ করতে হিমশিম খাচ্ছে।’
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জিতে ১-০তে এগিয়ে যায়। পরের দুই ম্যাচ জিতে ২-১-এ সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন