পাকিস্তানি মেয়েকে বাঁচাতে টাকা তুলছে ‘অন্য’ মুম্বই
এক দিকে যখন পাকিস্তানের বিরোধিতা করতে সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি মাখিয়ে দিচ্ছিল শিবসেনা। মুম্বইয়ের অন্য প্রান্ত তখন পাকিস্তানি এক নাবালিকার চিকিৎসার খরচ তুলতে ব্যস্ত। এ যেন মুম্বইয়ের মধ্যেই ‘অন্য’ এক মুম্বই।
করাচির বাসিন্দা ১৫ বছরের সাবা তারিক আহমেদ উইলসন রোগে আক্রান্ত। দেহে তামা জমা হতে থাকে এই রোগে। তার চিকিৎসা করতেই মেয়েকে নিয়ে করাচি থেকে উড়ে এসেছিলেন মা নাজিয়া। কয়েক মাস তাঁর চিকিৎসা চলে মুম্বইয়ের একটি হাসপাতালে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকাটা ছিল জরুরি। তবে তাতে বাধা ছিল সাবার পরিবারের অর্থনৈতিক অবস্থা। ৪৯ দিনের পর থেকেই যা ঠারেঠোরে টের পাচ্ছিলেন মা নাজিয়া। সাহায্যের জন্য হাত পাতা ছাড়া আর কোনও উপায়ও ছিল না তাঁর কাছে। ভয়ও ছিল। একের পর এক পাকিস্তানিদের অনুষ্ঠানের প্রতিবাদে এ দেশ তখন তোলপাড়। এই প্রতিকূল পরিস্থিতিতে কে তাঁর মেয়েকে সাহায্য করবে, প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিলই।
তবে সাহায্য পেতে এতটুকু দেরি হয়নি সাবার। তাও এক বার নয়, দু’বার। কয়েক মাসের ব্যবধানে ১৭ লক্ষ টাকা মা নাজিয়ার হাতে তুলে দেয় মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রথম বার এপ্রিল-মে মাস নাগাদ ৭ লক্ষ টাকা দেওয়া হয় তাঁকে। তা দিয়েই প্রথম দফার চিকিৎসা হয় সাবার। চিকিৎসায় খনিকটা সুস্থ হয়ে সপরিবারে সে ফিরে যায় করাচিতে। তবে এটাই যে যথেষ্ট নয় তা মা নাজিয়াকে জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। প্রয়োজন ছিল আরও উন্নত চিকিৎসার। যার জন্য প্রয়োজন ছিল আরও টাকার। আর হলও তাই। করাচিতে পেরার পর থেকেই সাবার অবস্থার অবনতি হতে শুরু করে। জরুরি হয়ে পরে উন্নত চিকিৎসার। মা নাজিয়া আরও এক বার ওই স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারস্থ হন। করাচি থেকেই ফোনে যোগাযোগ করেন তিনি। আর ওই সংস্থার মাধ্যমে আরও এক বার নির্দ্বিধায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় মানুষ। ১০ লক্ষ টাকা তুলে দেওয়া হয় মায়ের হাতে। চিকিৎসার পর অনেকটাই সুস্থ সাবা।
প্রথমে পাকিস্তানের গজল গায়ক গুলাম আলির অনুষ্ঠান বাতিল, তার পরে সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি মাখিয়ে দেওয়া। সব মিলিয়ে শিবসেনার তাণ্ডবে তোলপাড় দেশের রাজনীতি। এরই মধ্যে পাকিস্তানি মেয়েকে বাঁচিয়ে নজির গড়ল মুম্বই।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন