পাকিস্তানি যুবকের সঙ্গে গাজীপুরের কিশোরীর প্রেম..!

ফেসবুকে পরিচয় হওয়া পাকিস্তানী প্রেমিকের টানে ঘর ছেড়েছিল এক বাংলাদেশী কিশোরী। সীমান্ত পাড়ি দিতে গিয়ে রংপুরেই আটকে গেলো তার যাত্রা। পুলিশের হাতে ধরা পড়ে শেষ পর্যন্ত পরিবারের কাছেই ফিরে যেতে হলো তাকে। খবর বিবিসি বাংলার।
রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলামের বরাতে বলা হয়েছে, নবম শ্রেণীর পড়ুয়া ওই কিশোরীর বাড়ি গাজীপুরে। মঙ্গলবার স্থানীয়রা রংপুর বাস স্ট্যান্ড এলাকায় পেয়ে তাকে থানায় নিয়ে যায়। মেয়েটি পুলিশকে জানিয়েছে যে ফেসবুকে পাকিস্তানী এক যুবকের সঙ্গে পরিচয়ের পর প্রেমে পড়ে। পরে ওই যুবকের সঙ্গে দেখা করতেই বাড়ি ছেড়ে পাকিস্তান রওনা হয়েছে সে। মেয়েটির দেয়া তথ্য অনুযায়ী ভারত পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করেছিলো সে।
আর তাকে সীমান্ত পাড়ি দেয়ার বিষয়ে সহায়তার কথা বলে গাজীপুর থেকে প্রথমে লালমনিরহাটে নিয়ে যায় তারই পূর্ব পরিচিত একটি ছেলে। পরে সীমান্ত পাড়ি দিতে ব্যর্থ হয়ে রংপুরে যায় তারা । বাসস্ট্যান্ডে স্থানীয়দের সন্দেহ হলে মেয়েটিকে নিয়ে যাওয়া ছেলেটি সটকে পড়ে।
জাহিদুল ইসলাম বলেন পরে মেয়েটির কাছ থেকে ঠিকানা নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার পিতা তাকে নিয়ে যান। এটি কি নিতান্তই প্রেমিকের কাছে পাকিস্তান যাত্রা নাকি পাচারকারীদের প্রলোভনের শিকার তা নিয়ে সন্দেহ রয়েছে খোদ পুলিশের মধ্যেই। মেয়েটির বাবাকে স্থানীয় থানায় মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে।বিস্তারিত পড়ুন

গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় স্বামী খুন, গ্রেফতার ৩
গাজীপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দিতে গিয়ে পোশাক শ্রমিক জিয়াউর রহমানবিস্তারিত পড়ুন

মা প্রবাসে থাকার সুযোগে প্রতিরাতে সৎ শিশুকন্যার উপর নিপীড়নকারী এক লম্পট পিতা গ্রেফতার
মা প্রবাসে থাকার সুবাদে ১১ বছরের শিশু কন্যাকে অব্যহতভাবে রাতেরবিস্তারিত পড়ুন