পাকিস্তানি শিল্পীদের পাশে দুই খান

ভারতে উরি হামলার পর পাকিস্তানি শিল্পীদের বয়কট করার দাবি উঠেছে। বিপ্লবী সংগঠন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা থেকে ঘোষণা দেয়া হয়েছে সেচ্ছায় বেরিয়ে না গেলে পাক তারকাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে।
তবে সম্প্রতি এ বিষয়ে সরব হলেন বলিউডের দুই খান সালমান ও সাঈফ। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকির জেরে পাক অভিনেতা ফাওয়াদ খানকে দেশ ছাড়তে হলেও, তার ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ যাতে সুষ্ঠুভাবে মুক্তি পায় সেই আর্জি জানিয়ে রাজ ঠাকরেকে ফোন করেছেন সালমান খান। সাম্প্রতিক বিক্ষোভের জেরে কিং খানের ‘রইস’র মুক্তিও যাতে বাধা না পায়, সেই আর্জিও জানিয়েছেন বজরঙ্গি ভাইজান।
শুধু তিনিই নন, সীমান্তপারের শিল্পীদের যাতে হেনস্থা না করা হয়, বলিউডের স্বার্থে এ বিষয়টি নিয়ে নমনীয় হতে দেশ ও দেশের মানুষকে অনুরোধ জানিয়েছেন সাঈফ আলী খান।
পাতৌদির ছোট নবাব এ প্রসঙ্গে বলেন, ‘আন্তর্দেশীয় সংস্কৃতির আদানপ্রদানে অবশ্যই অনুপ্রেরণা দেওয়া উচিত। এই ইন্ডাস্ট্রি সারা বিশ্বের বিশেষ করে সীমান্তপারের প্রতিভাদের জন্য একেবারে উন্মুক্ত। আমরা, শিল্পীরা ভালোবাসা ও শান্তির কথা বলি। তবে কারা এখানে কাজ করবেন আর কারা করবেন না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে একমাত্র সরকারই।’
অন্যদিকে নিজের পুরনো বন্ধু তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরেকে ফোন করেছেন সালমান খান। তিনি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘রইস’র মুক্তিতে যাতে বাধা না দেওয়া হয় সেই আর্জি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন