পাকিস্তানের অন্যরকম সেঞ্চুরির রেকর্ড
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। আর এর মধ্য দিয়ে অন্যরকম একটি সেঞ্চুরি করেছে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল।
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো দল হিসেবে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে তারা।
পাকিস্তানের পরেই রয়েছে নিউজিল্যান্ড। তারা এ পর্যন্ত ৮৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তারা খেলেছে ৮৪টি ম্যাচ। বাংলাদেশ এ পর্যন্ত ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।
২০০৬ সালের ২৮ আগস্ট প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে পাকিস্তান। ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচটি ছিলো টি-টোয়েন্টির ইতিহাসের অষ্টম ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচটি ৫ উইকেটে জিতে নিয়েছিলো পাকিস্তান।
এরপর আরও ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তারা। এরমধ্যে ৫৬টি ম্যাচ জিতে পাকিস্তান। হারের স্বাদ পায় ৩৯টি ম্যাচে। আর ৩টি ম্যাচ হয় টাই। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে ১টিতে জিতলেও, ২টিতে হারের স্বাদ নেয় তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন