পাকিস্তানের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: তালেবান ইস্যু
আফগানিস্তানে জঙ্গি সংগঠন তালেবানকে সমর্থনের অভিযোগ এনে পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।আফগানিস্তানে যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতি ঘোষণার একদিন পর মঙ্গলবার টিলারসন এই হুঁশিয়ারি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানকে সমর্থনের ব্যাপারে পাকিস্তান যদি তাদের অবস্থার পরিবর্তন না করে, তবে দেশটি যুক্তরাষ্ট্রের সব ধরনের সুযোগ-সুবিধা হারাবে। পাকিস্তান বরাবরই তালেবানের প্রতি সমর্থনের অভিযোগ অস্বীকার করে আসছে।
টিলারসন বলেন, বহু সন্ত্রাসী সংগঠন পাকিস্তানকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, তালেবানের বিষয়টি আলোচনার টেবিলে তোলা যেতে পারে। পাকিস্তান এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
যুক্তরাষ্ট্র পাকিস্তানের গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে টিলারসন বলেন, ‘পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে এবং এগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’
টিলারসন বলেন, তালেবানের অবশ্যই বোঝা উচিত যে তারা আফগানিস্তানে যুদ্ধে জয়ী হতে পারবে না। তবে যুক্তরাষ্ট্রও পরাস্ত হতে পারে।
‘আমরা হয়তো জয়ী হতে পারব না। তোমরাও পারবে না’, বলেন টিলারসন। আলোচনার মাধ্যমেই এ সংকটের সমাধান হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন