পাকিস্তানের কাছে শ্রেষ্ঠত্ব হারালো ভারত!

আসলে ব্যাপারটা কি? পাকিস্তানের কাছে টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বর জায়গা হারিয়েছে ভারত। বলা যায় ক্রিকেট মাঠের চির শত্রুর কাছে ভারত হারিয়েছে তাদের শ্রেষ্ঠত্ব। আসলে তো প্রকৃতির কাছে শ্রেষ্ঠত্ব হারিয়েছে ভারত! কারণ, পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টটি জিতলে তাদের এই অবস্থায় পড়তে হতো না। বৃষ্টির কারণে ওটি হয়ে গেলো ইতিহাসে পরিত্যক্ত না হওয়া তৃতীয় স্বল্প দৈর্ঘ্যের টেস্ট। অনাকাঙ্খিত ড্র। তাই ভারতকে টপকে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বর পাকিস্তান।
ত্রিদিনাদে ভারত ম্যাচটা শুরু করে ৩ টেস্টের পর ২-০ তে এগিয়ে থেকে। সিরিজ জিতে। কিন্তু বৃষ্টির দাপটে শুধু প্রথম দিনেই ২২ ওভারের খেলা হলো। ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে করেছিল ৬২ রান। তারপর পুরো টেস্ট জুড়েই হতাশা। বাকি চারদিনে কোনো খেলাই হলো না। বর্ষার মৌসুমে ত্রিদিনাদে খেলার মূল্যটা দিতে হলো ভারতকেই। এই সিরেজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন অল রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।
ভারত মাত্র এক সপ্তাহ আগেই এক নম্বরে উঠে আসে। অস্ট্রেলিয়া ৩-০ তে শ্রীলঙ্কায় স্বাগতিকদের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়। এদিকে ভারত জিতে যায় সিরিজ। তাতেই ১ নম্বরে উঠে আসে বিরাট কোহলির দল। ওদিকে পাকিস্তান ইংল্যান্ড সফরে স্বাগতিকদের সাথে ৪ ম্যাচের সিরিজ ২-২ এ ড্র করে। হিসেবটা শেষ পর্যন্ত এমন দাঁড়ায় যে এই ম্যাচ ড্র হলে ভারতকে ১ নম্বর জায়গাটি পাকিস্তানের হাতে ছেড়ে দিতে হবে। বৃষ্টির দাপটে সেটাই হলো শেষ পর্যন্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন