পাকিস্তানের জঙ্গি সংগঠনও এভাবে ভারতকে হুমকি দেয়নি, যেভাবে আফ্রিদি দিলেন

দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাতে প্রাক্তন পাক ক্রিকেটাররা ক্রিকেট খেলার পরামর্শ দিচ্ছেন। কিন্তু শাহিদ আফ্রিদি সুর চড়ালেন। ভারতকে সতর্ক করে দিলেন তিনি।
ভারত ও পাকিস্তানের সম্পর্ক এখন সাপেনেউলে। ভারতের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে পাকিস্তানকে। বেচাল কিছু দেখলেই ভারত আঘাত হানবে পাক-মুলুকে।
পাকিস্তানও তাল ঠুকছে। এই যখন অবস্থা দুই দেশের। যখন যুদ্ধের আগুন দাউদাউ করে জ্বলছে, ঠিক সেই সেই সময়ে পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদি হুমকি দিলেন ভারতকে। এই পর্যন্ত পড়ে অনেকেই অবাক হতে পারেন। ক্রিকেটার হয়ে ভারতকে হুমকি দিচ্ছেন কেন আফ্রিদি? পাক-ক্রিকটাররা তো বলছিলেন দুই দেশের সম্পর্ক ঠিক রাখতে হলে ক্রিকেট শুরু করা উচিত। কিন্তু এখন তো আর ক্রিকেট খেলার মতো পরিবেশ নেই। তাহলে আফ্রিদি হুমকি দিতে গেলন কেন? দিনকয়েক আগে আফ্রিদি স্বয়ং টুইট করেছিলেন, পাকিস্তান শান্ত্রিপ্রিয় দেশ।
তাঁর এহেন বক্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছিল সর্বত্র। অনেকেই আফ্রিদিকে ব্যঙ্গ করে বলেছিলেন, ভারতের সেনাবাহিনীকে ভয় পান আফ্রিদি। পাক এই অলরাউন্ডার অসম্মানিত হওয়ার পরে আর নিজেকে স্থির রাখতে পারেননি। তাঁর আসল মূর্তি
সবাই এখন জানতে পেরে গিয়েছেন। ভারতকে সতর্ক করে দিয়ে আফ্রিদি বলছেন, ‘ভারতের কাছে এই তথ্যই নেই। সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর আগে পাহারা দিচ্ছে পাঠানরা। সীমান্ত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে পাঠানরা।’ অর্থাৎ ভারত যদি পাকিস্তানকে অসহায় বলে মনে করে, হাল্কাভাবে নেয়, তাহলে বিরাট বড় ভুল করবে। পাকিস্তানের নিজস্ব সেনাবাহিনী তো সীমান্ত এলাকায় রয়েছে, সেই সঙ্গে রয়েছে পাঠানরাও। তার ফলে পাকিস্তানের শক্তি এখন দ্বিগুণ।
আফ্রিদির কাছে যে তথ্য আছে, ভারত সরকারের কাছে সেই তথ্য নেই, তা তো আর হতে পারে না। কিন্তু দিনকয়েক আগেই যিনি শান্তির জল ছেটাচ্ছিলেন, সেই ক্রিকেটার কেন ভারতকে হুমকি দিতে গেলেন, সেটাই সবার বোধগম্য হচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন