রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল

প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আরো ৯ গোল করে বাংলাদেশ। তাতে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে পাকিস্তানকে ১৭-০ গোলে বিধ্বস্ত করে ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। রোববার মেয়েদের বয়সভিত্তিক ফুটবলের এই আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমি ফাইনালও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

বাংলাদেশের বিশাল এই জয়ে একাই ৬ গোল করেছেন স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না। ৪ গোল করেছেন মার্জিয়া। জোড়া গোল করেছেন শিউলি আজিম। ১টি করে গোল করেছেন মিসরাত জাহান মৌসুমী, সানজিদা আক্তার, আঁখি খাতুন, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন।

একমাস আগে এই ভুটানেই অনূর্ধ্ব-১৫ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। বয়স ভিত্তিক আসরের আরেকটু বড় পর্যায়ে এবার সেই পাকিস্তানকে ১৭ গোল দিল বাংলাদেশ। এরআগে ২০১৪ এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক ফুটবলে ভুটানকে ১৬ গোল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই হিসেবে পাকিস্তানের বিপক্ষে এই জয়টিই যে কোনো পর্যায়ে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় জয়।

ভুটানের থিম্পুর চাংমিলিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় দুই দলের লড়াই। ম্যাচের ৬ মিনিটে শুরু বাংলাদেশের গোল উৎসব। মার্জিয়া গোল করে প্রথম এগিয়ে দেন বাংলাদেশকে। সম্মিলিত আক্রমণ থেকে কৃষ্ণার নেওয়া কিক গোলরক্ষক প্রথমে ফিরিয়ে দিলেও বল জালে জড়াতে ভুল করেননি মার্জিয়া।

চার মিনিটের ব্যবধানে সিরাত জাহান স্বপ্নার গোলে ব্যবধান দ্বিগুন করে বাংলাদেশ। ১৩ মিনিটে ডি-র উপর থেকে দূরপাল্লার শটে বল জালে জড়ান মার্জিয়া। ব্যবধান ৩-০ তাতে। ম্যাচের ২২ মিনিটে অধিনায়ক মৌসুমির বাড়ানো বলে বাঁ-প্রান্ত দিয়ে মার্জিয়া একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে শট নেন। প্রথম দফায় গোলরক্ষক ফিরিয়ে দিলেও পরের প্রচেষ্টায় বল জালে জড়ান তিনি। মার্জিয়ার হ্যাটট্রিক পূরণের সঙ্গে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

৩০ মিনিটে সানজিদার এসিস্ট থেকে দ্বিতীয় গোল করেন সিরাত জাহান স্বপ্না। বাংলাদেশ ৫-০ গোলে লিড নেয় তাতে। ৩২ মিনিটে পেনাল্টি থেকে শিউলি আজিম ব্যবধান ৬-০ করেন। ৩৭ মিনিটে গোল উৎসবে গোল দেন অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি। ফলে ৭-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৪ মিনিটে সানজিদা গোল করেন। তাতে ৮-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ফের গোল উৎসব শুরু করে বাংলাদেশ। কর্নার কিক থেকে পাওয়া বল ধরে কৃষ্ণা গোলমুখে বাড়ালে সেটিতে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান আঁখি খাতুন। ৯-০ গোলে লিড পায় বাংলাদেশ। ৬২ মিনিটে স্বপ্না নিজের হ্যাটট্রিক পূরণ করলে বাংলাদেশ এগিয়ে যায় ১০-০ গোলে।

৬৯ মিনিটে ডি-বক্সের ভেতরে কৃষ্ণাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে শিউলি আজিম গোল করতে ভুল করেন নি। তাতে ১১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

৭১ মিনিটে মার্জিয়া নিজের চতুর্থ গোল আদায় করে নেন। তাতে ১২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৭৩ মিনিটে স্বপ্না নিজের চতুর্থ গোল করলে ১৩-০ গোলের লিড নেয় বাংলাদেশ। মাসুরা পারভিনের বাড়ানো বলে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান স্বপ্না।

৭৪ মিনিটে কৃষ্ণার গোলে বাংলাদেশ ব্যবধান ১৪-০ করে। দুর্দান্ত প্লেসিং শটে বল জালে জড়ান কৃষ্ণা। ৭৬ মিনিটে স্বপ্না নিজের পঞ্চম গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ১৫-০ গোলে। কৃষ্ণার নেওয়া কিক প্রথমে বারে লেগে ফিরলে ফিরতি শটে গোল করেন স্বপ্না।

৮৭ মিনিটে বদলি নামা তহুরা খাতুন ব্যবধান ১৬-০ করেন। ৯০ মিনিটে স্বপ্না নিজের ষষ্ঠ গোল করলে বাংলাদেশের ১৭-০ গোলের জয় নিশ্চিত হয়।

গ্রুপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। একই ভেন্যুতে যে ম্যাচ আগামী মঙ্গলবার। নেপাল তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২-০ গোলে হারিয়েছিল। বাংলাদেশ এখন নেপালের সঙ্গে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে পা রাখবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি