পাকিস্তানের দাপুটে জয়, ইংলিশদের হারালো..

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৪-১ ব্যবধানে হেরে বড় লজ্জাকে সঙ্গী করলেও টি-টোয়েন্টিতে দাপুটে জয় নিয়েই বাড়ি ফিরছে পাকিস্তান। ওল্ড ট্রাফোর্ডে একমাত্র টি-টোয়েন্টিতে ৯ উইকেটে জিতে শেষটা রাঙ্গিয়েছে সফরকারী পাকিস্তান।
গতকাল রাতে টস জিতে ঘরের মাঠে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক উইয়ন মরগান। কিন্তু আগে নেমে দুই পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ এবং মোহাম্মদ আমিরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুটা টি-টোয়েন্টি মেজাজে করতে পারেননি স্বাগতিকরা। ফলে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৩৫।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস। এছাড়া জেসন রয় ২১, জো রুট ৬, জস বাটলার ১৬, উইয়ন মরগান ১৪, ডেভিড উইলি ১৩ রান করেন। মঈন আলী ১৩ রানে অপরাজিত ছিলেন।
বল হাতে পাকিস্তানের হয়ে ওয়াহাব রিয়াজ সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া দু’টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম ও হাসান আলী।
জয়ের জন্য ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। সফরকারীদের হয়ে খালিদ লতিফ ৪২ বলে অপরাজিত থেকে ৫৯ রান করেন। এছাড়া আদিল রশিদের বলে আউট হওয়ার আগে শারজিল খান ৩৬ বলে ৫৯ রানের আরও একটি চমৎকার ইনিংস খেলেন। আর ১৫ রানে অপরাজিত থাকেন বাবর আজম।
এ হারের ফলে বাংলাদেশ সফরের আগে একটি ধাক্কাই খেল ইংল্যান্ড। তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংলিশদের।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন