‘পাকিস্তানের দুই মুখ’
পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছে ইউরোপীয় পার্লামেন্ট।
বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না করলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপের ২৮ দেশের এই পার্লামেন্ট।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট রিসজার্ড জারনেকি বলেছেন, ‘পাকিস্তানের দুই মুখ। প্রকাশ্য মুখটি আমাদের দিকে। কিন্তু বর্বর মুখটি বেলুচিস্তানের দিকে।’ বেলুচিস্তানের মানুষের জন্য বর্বর অভিযান ও নীতি ত্যাগ না করলে ইউরোপীয় পার্লামেন্ট ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন তিনি।
ইউরোপীয় পার্লামেন্ট এমন সময় এ কথা বলেছে, যখন বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘে তুলেছে ভারত। উল্টো, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করছে পাকিস্তান। বিষয়টি আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে।
বার্তাসংস্থা এএনআই-কে ভাইস প্রেসিডেন্ট বলেন, মানবাধিকারবিষয়ক বিতর্কের সময় আমি বলেছি, কোনো সহযোগী দেশ যদি মানবাধিকার ও নীতি না মানে তাহলে আমাদের প্রতিক্রিয়া দেখানো উচিত এবং অর্থনৈতিক কিছু ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা আরোপের দিকে এগোতে পারি।
তিনি আরো বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। বেলুচিস্তানের প্রতি তারা যদি তাদের নীতি না পাল্টায়, তাহলে ইসলামাবাদ ও পাকিস্তানের সরকারের প্রতিও আমাদের আচরণ পরিবর্তন করা উচিত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন