পাকিস্তানের নতুন কোচ আকিব জাভেদ
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তানের ব্যর্থতার দায়ে বেশকিছুদিন ধরে ওয়াকার ইউনিসকে প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করার জোড় আলোচনা চলছিল। তারই ধারাবাহিকতায় পাকিস্তানের সাবেক তারকা ডানহাতি পেসার আকিব জাভেদকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এছাড়াও মহসিন হাসান খানকে দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আকিব বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের কোচের দায়িত্ব পালন করছেন। আকিবের অধীনেই ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ বিশ্বকাপের মূলপর্বে অংশ নেয় মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। এরপর থেকেই দলের কোচ ও অধিনায়কের পদত্যাগের বিষয়টি উঠে আসে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আকিব বলেছিলেন, বর্তমানে এটি (পাকিস্তানের কোচ হওয়া) গুঞ্জন মাত্র। কিন্তু পাকিস্তানের কোচিংয়ে পরিবর্তন আসলে আমি সম্ভাব্য প্রার্থীদের একজন হব।
প্রসঙ্গত, এশিয়া কাপ শুরু হওয়ার আগে ওয়াকার ইউনিসের চাকরির মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল পিসিবি। তবে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের এমন ব্যর্থতার ফলে টুর্নামেন্ট শেষেই বিদায় নিতে হল ওয়াকারকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন