পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিল হয়নি!
বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, একটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলার জন্য চলতি বছরের ৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। সিরিজসূচি সহ সবকিছু প্রায় চূড়ান্ত হলেও হঠাৎ করে বাংলাদেশ সফরে দল পাঠাতে দ্বিমত পোষণ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া আইসিসির বার্ষিক সভা থেকে দেশে ফিরে গিয়ে আবারো সুর পাল্টিয়েছেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান। দেশটির সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এবার তিনি জানালেন পাকিস্তান দলের বাংলাদেশ সফর বাতিল হয়নি বরং দুই বোর্ডের ঐক্যমতের ভিত্তিতে সফরটি বিলম্বিত হচ্ছে!
এ বিষয়ে বিসিবির নিকট খুব শীঘ্রই চিঠি পাঠানো হবে উল্লেখ করে শাহরিয়ার খান বলেন, ‘পাকিস্তান দলের বাংলাদেশ সফর বাতিল হয়নি। দুই বোর্ডের ঐক্যমতের সঙ্গে সফরটি বিলম্বিত হয়েছে। এই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কিছুদিনের মধ্যেই চিঠি পাঠানো হবে। চিঠিতে সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান বিস্তারিত জানানো হবে।’
বাংলাদেশের সাথে নিরপেক্ষ কোন ভেন্যুতে সিরিজ আয়োজন করতে ইচ্ছুল পিসিবি বলেও এসময় ইঙ্গিত করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত দুইবার বাংলাদেশ সফর করেছি। এখন আমরা চিন্তা করেছি আমরা টানা তৃতীয়বারের মত সফরে যেতে পারি না। তাই একটি উপায় খুঁজে বের করতে হবে। আমরা অবশ্য তৃতীয় কোন দেশে খেলতে প্রস্তুত আছি।’
প্রসঙ্গত, ২০১১-১২ মৌসুম ও ২০১৫ সালে বাংলাদেশ সফরে আসার পরিপ্রেক্ষিতে বরাবরের মতো এবারও বাংলাদেশকে পাকিস্তান সফরে যেতে আহবান জানায় পিসিবি। তবে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান সফরে অনীহা প্রকাশ করে বিসিবি। উল্লেখ্য, বাংলাদেশ শেষবার পাকিস্তান সফর করে ২০০৭-৮ সালে। ঐবার পাকিস্তানের বিপক্ষে টাইগাররা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ লড়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন