পাকিস্তানের বিজয় উদযাপনকারী ১৫ মুসলিমকে আটক করল ভারত
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিজয় উদযাপনকারী ১৫ জন মুসলিমকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ভারতের মধ্যাঞ্চলে অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্য থেকে এসকল মুসলিমকে গ্রেফতার করা হয়।
রবিবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট খেলা চলছিল, তখন এরা পাকিস্তানের সমর্থন করে ভারতের বিরুদ্ধে স্লোগান দেয় বলে অভিযোগ করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক খবরে বলেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার মোহাদ গ্রামে। গ্রামের কিছু মানুষ থানায় গিয়ে এই বলে অভিযোগ করেন যে, রবিবারের খেলার সময় অনেক মুসলিম তরুণ পাকিস্তানের সমর্থনে স্লোগান দিচ্ছিলেন এবং পাকিস্তানের বিজয় উদযাপন করছিলেন।
এই অভিযোগের পর পুলিশ ভারতীয় রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় ওই ১৫ জনকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায় তাদেরকে গ্রেফতার করা হয়। তাছাড়া ওই খেলায় পাকিস্তানের কাছে ভারতের শোচনীয় পরাজয়ের ফলে সেখানকার পরিস্থিতিও খুবই নাজুক ছিলো।
ভারতের রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। ভারতীয় মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করে বলেছে ভারতের কর্তৃপক্ষ ভিন্নমত এবং প্রতিবাদ দমনের জন্য খেয়াল-খুশিমতো রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করে। তাছাড়া রাষ্ট্রদ্রোহ আইনে রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞাও একেবারেই অস্পষ্ট।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন