পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছেন মাশরাফিরা
পরীক্ষা শেষ করে দলের সঙ্গে যোগ দিয়েছেন তাসকিন। ইনজুরি কাটিয়ে মুস্তাফিজের মাঠে নামা নিয়ে এখনো সংশয় আছে। এমন বাস্তবতায় সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় চাইলেও নিজেদের ফেভারিট মানছেন না মাশরাফি।
এদিকে, টাইগারদের সমীহ করলেও বোলারদের ওপর ভর করে ম্যাচ জিততে চায় পাকিস্তানও। বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
কনকনে ঠান্ডা আর রোদ-বৃষ্টির লুকোচুরি কোনোটাই খুঁজে পাওয়া যায়নি কলকাতার ইডেনের আকাশে। একেবারে রৌদ্রোজ্জ্বল আকাশ সবুজে ছেয়ে থাকা ই্ডেনে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। রোদের কারণেই উইকেট রং বদলাতে পারে। তাই আগে ভাগেই সাকিবের কাছ থেকে সব জেনে নিয়েছেন। কোচ চন্ডিকা হাতুরেসিংহকে এ নিয়ে কথা বলতে দেখা গেছে একেবারে নিবিড়ভাবে।
টাইগারদের অনুশীলনে সৌম্য-সাব্বিরদের নিয়ে ব্যাটিং, পরে আবার তাদের নিয়েই সেন্ট্রাল উইকেটে বড় বড় ছক্কা মারার চেষ্টা। এমন প্রস্তুতির পর জয় নিয়ে কী ভাবছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, ‘অবশ্যই আমরা জিততে চাই। ভালো খেলতে চাই। কিন্তু ফেবারিট কথাটা আনতে চাই না। আমি আগেও বলেছি, টি-টোয়েন্টি খেলায় কোনো ফেবারিট নেই।’
পরীক্ষা শেষে দলের সাথে যোগ দিয়েছেন তাসকিন। ইনজুরি কাটিয়ে মুস্তফিজ মাঠে নামবেন তা বলা যাচ্ছে না। এরপর ইডেনের ব্যাটিং বান্ধব উইকেটে ভালো কিছু করতে হলে দরকার তামিমদের সাথে সাকিব-মুশফিকদের বড় ম্যাচে জ্বলে উঠা। কারণ দুই দলের পরিসংখ্যানটা ঘাটলে তো এগিয়ে রাখতে হচ্ছে পাকিস্তানকে।
এদিকে সংবাদ মাধ্যম কর্মীদের এড়িয়ে চলতে এদিন পাকিস্তানের টানা সাড়ে তিন ঘণ্টার অনুশীলনে চোখে পড়েনি অধিনায়ক আফ্রিদিকে। মাঠ, ড্রেসিংরুম কোথাও নেই। তাঁকে ছাড়াই পাকিস্তান দলের অনুশীলন চলল ইডেনে। সেখানে ব্যাটিং-বোলিংয়ের চেয়ে এবার জোড় দেওয়া হলো ফিল্ডিংয়ে। কারণ ফিল্ডিংয়ের কুড়ি-পঁচিশ রানই পাল্টে দিতে পারে ম্যাচের ফলাফল। তব পেস নির্ভর এই দল বাংলাদেশকে আটকাতে তাকিয়ে আছে পেসারদের ওপর। সেখানে নাকি উইকেট কিংবা আর্দ্রতা কোনো কিছুই সমস্যা হবে না।
পাকিস্তানের হেড কোচ ওয়াকার ইউনুস বলেন, ‘উইকেটটা দেখে এসেছি, বাংলাদেশের উইকেটের থেকে এখানকার উইকেটের বেশ পার্থক্য রয়েছে। বাংলাদেশ দারুণ খেলছে। তবে আমরা আত্মবিশ্বাসী, দারুণ শুরু করে প্রথম ম্যাচে আমরা তাদের হারাতে পারব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন