পাকিস্তানের বিপক্ষে কী খেলবে মুস্তাফিজ?
রাত পোহালেই কলকাতার ইডেনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচে দলের অন্যতম বোলিং ভরসা মুস্তাফিজুর রহমানকে নামানো হতে পারে।
বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এমন আভাস দিয়েছেন।
সুজন বলেন, ধর্মশালায় তিনটা ম্যাচ খেলা হয়েছে। সে ম্যাচগুলোতে মুস্তাফিজকে প্রথম একাদশে রাখা হয়নি। দলের ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে আছে মুস্তাফিজুর। বর্তমানে তাঁর অবস্থা ভালো। পাকিস্তানের বিরুদ্ধে আগামীকাল বুধবার তাঁর খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
সুজন বলেন, আজ মঙ্গলবার দুপুরে নেট প্র্যাকটিস করবে বাংলাদেশ ক্রিকেট দল। তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে মুস্তাফিজুরের খেলার বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।
এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ দলের সঙ্গে কলকাতায় নামতে দেখা যায়নি তাসকিন আহমেদকে।
এ প্রসঙ্গে সুজন জানান, চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যেতে হয়েছে তাসকিনকে। এ কারণে দলের সঙ্গে কলকাতায় আসতে পারেননি তিনি। তবে আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তাসকিন চেন্নাই থেকে বিমানে কলকাতায় দলে যোগ দেবেন।
তবে বাংলাদেশের জন্য সুখবর হলো এরই মধ্যেই বাঁহতি স্পিনার আরাফাত সানি চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি বাংলাদেশ দলের সঙ্গে কলকাতায় এসেছেন।
এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, সানির পর তাসকিনের বোলিং অ্যাকশনের প্রতিবেদনও ইতিবাচক হবে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে ধর্মশালা থেকে কলকাতা বিমানবন্দরে নামে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দর থেকে বাসে করে কলকাতার বাইপাসসংলগ্ন একটি অভিজাত হোটেলে ওঠেন তাঁরা।
১৯৯০ সালের ৩১ ডিসেম্বর ইডেনে প্রথমবারের মতো খেলেছিল বাংলাদেশ। অবশ্য তারপরেও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইডেনে খেলেছেন সাকিব। আগামীকাল পুরো দল নিয়ে ইডেনে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।
অন্যদিকে, বুধবার বাংলাদেশের সঙ্গে ম্যাচে এখনো পর্যন্ত অনিশ্চিত রয়েছেন পাকিস্তানের পেস বোলার মহম্মদ সামি। প্রাকটিসের সময় চোট পান তিনি। স্থানীয় এক নেট বোলারের বল সামির পায়ের বুড়ো আঙুলে আঘাত করে বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন