পাকিস্তানের বিপক্ষে থাকছেন না মিথুন, ফিরছেন নাসির!
মোহাম্মদ মিথুন। উইকেট কিপার কাম ব্যাটসম্যান। তবে এশিয়া কাপে একাদশে খেলছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। এই নিয়ে আছে অনেক প্রশ্ন।
জানা গেছে, কোচ হাথুরাসিংহের পছন্দের কারণেই একাদশে জায়গা হয়েছে তার। যদিও দলে সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে করেন ১ রান। পরের ম্যাচে দু’দুটি জীবন পেয়ে করেছিলেন ৪৬। গতকালও ছিলেন ব্যর্থ। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি।
মিথুনকে নেওয়া হয়েছিল মূলত তামিমের অনুপস্থিতির কারণে। টি-২০ বিশ্বকাপে এমনিতেই বাদ পড়তেন মিথুন। তবে মুস্তাফিজের ইনজুরি এশিয়া কাপের বাকি ম্যাচ থেকে খুব সম্ভবত ছিটকে দিচ্ছে মিথুনকে। মুস্তাফিজের জায়গায় দলে আসছেন তামিম। আর তামিম ফেরা মানে মিথুনের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা শেষ।
ওপেনিং জুটি টানা ব্যর্থ বলেই তামিমকে ব্যাংকক থেকে ডেকে আনা হয়েছে। মিথুন-সৌম্য উইকেটে মোটেও থিতু হতে পারছেন না। এ কারণেই অভিজ্ঞ তামিমের শরণাপন্ন হয়েছে টিম ম্যানেজমেন্ট।
আগামী ম্যাচে মিথুন বাদ পড়লে একাদশে জায়গা পেতে পারেন অল রাউন্ডার নাসির হোসেন। মোটামুটি ফর্মে থাকার পরও তাকে বেশ কিছু দিন ধরে ম্যাচের বাইরে রাখা হচ্ছে। এই নিয়ে যথেষ্ঠ সমালোচনা আছে।
নাসির ফিরলে পাকিস্তানের বিপক্ষে তিন পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। গত ম্যাচ গুলোতে ব্যাটিং দুর্বলতা প্রচণ্ড আকারে দেখা গেছে। এ কারণে দলের ব্যাটিং শক্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট, এমটাই জানা গেছে টিম ম্যানেজমেন্ট সূত্রে। বাকিটা দেখা যাক।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন