‘পাকিস্তানের ম্যাচেও এমন উইকেট চাই’

ভবিষ্যদ্বাণী পুরোপুরি মিলে গিয়েছে। ম্যাচ শেষ হতেই তাই ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে ভারতীয় শিবির থেকে। ইডেনের কিউরেটরকে পাক ম্যাচের জন্যও একইরকম পিচ তৈরির অনুরোধ করা হয়েছে।
মাঠ সংস্কারের পর ইডেন গার্ডেন্সের বাইশ গজ দেখে উচ্ছ্বসিত ভারতীয় শিবির। বৃহস্পতিবার যে পিচে ভারত-ওয়েস্ট ইন্ডিজ খেলা হল, ম্যাচের পর কিউরেটের কাছে তার প্রশংসা করে গেলেন ক্রিকেটার ও দলের কোচিং স্টাফেরা। সেই সঙ্গে আব্দার, পাকিস্তানের বিরুদ্ধে মহারণেও এরকম উইকেট চাই। পিচ প্রস্তুতির সময়ই ইডেনের কিউরেটর বড় রানের ম্যাচ হবে বলে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও বলেছিলেন, ইডেনের উইকেটে ব্যাটিং উপভোগ্য হবে। বৃহস্পতিবার ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে যে ভবিষ্যদ্বাণী পুরোপুরি মিলে গিয়েছে। ম্যাচ শেষ হতেই তাই ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে ভারতীয় শিবির থেকে। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শ পিচ তৈরি করার জন্য কিউরেটরকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দলের দুই সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার ও ভরত অরুণ। রোহিত শর্মাও পিচের প্রশংসা করেছেন ম্যাচের পর।
শুক্রবার সুজন বলছিলেন, ‘‘উইকেট দেখে ভারতীয় ক্রিকেটারেরা খুব খুশি। ব্যাটিং ও বোলিং কোচ স্পোর্টিং উইকেট বানানোর জন্য আমাকে অভিনন্দন জানিয়ে গিয়েছে।’’ ম্যাচের নায়ক রোহিত কী বললেন? সুজন বলছেন, ‘‘বল ভালভাবে ব্যাটে গিয়েছে বলে স্ট্রোক খেলতে সুবিধা হয়েছে বলেই জানিয়েছে রোহিত।’’
প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরই ভারতীয় শিবিরে পাকিস্তান ম্যাচের চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। ইডেনের কিউরেটরকে পাক ম্যাচের জন্যও একইরকম পিচ তৈরির অনুরোধ করা হয়েছে। যেখানে ব্যাটসম্যানেরা স্বচ্ছন্দে বড় শট খেলতে পারবেন। সাহায্য পাবেন পেসার ও স্পিনাররা। ভারত-পাক ম্যাচের উইকেট কি সেরকমই হবে? ইডেনের উইকেট প্রস্তুতির কাজ তত্ত্বাবধান করার জন্য কলকাতায় রয়েছেন বোর্ডের পিচ কমিটির পূর্বাঞ্চলীয় প্রতিনিধি আশিস ভৌমিক। তাঁর পূর্বাভাস, ‘‘ইডেনে সব ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটের আদর্শ পিচ থাকবে। দেড়শো নয়, দু’শোর কাছাকাছি রান উঠবে। বোলাররাও সাহায্য পাবে।’’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন