‘পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধাপরাধী ইস্যুতে পাকিস্তান নত না হলে আগামী সংসদে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা জনতা সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা ছিল রহস্যজনক। তিনি (জিয়াউর রহমান) প্রধান সেনাপতিকে বলেছিলেন তিনি কোনো নেতার পক্ষে যুদ্ধে যাবেন না। এ কারণে ওসমানী সাহেব তাকে (জিয়াউর রহমান) বরখাস্ত করেছিলেন।
মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া কমান্ড আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদির গামা, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নেতা এসএম মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, লোহাগড়া আওয়ামী লীগ সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু প্রমুখ।
সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ লোহাগড়া কমান্ড সভাপতি ফকির মফিজুল হক।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন