‘পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সহজ প্রক্রিয়া নয়’

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহজ প্রক্রিয়া নয়। দুই দিনের ‘কলকাতা বেঙ্গল গ্লোবাল সামিটে’ যোগ দিতে গিয়ে কলকাতা বিমানবন্দরে সময় সংবাদকে এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
কলকাতা বেঙ্গল গ্লোবাল সামিটে যোগ দিতে ১৭ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে পৌঁছান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত জকি আহাদ।
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ সময় তিনি মন্তব্য করেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহজ প্রক্রিয়া নয়।
পরে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি নিয়ে কথা বলেন তিনি।
কলকাতার এই সামিট দুই দেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি কমাতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিনিধি দলের সদস্য ব্যবসায়ীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন