পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ঢাকা বিশ্ববিদ্যালয়
মুক্তিযুদ্ধে গণহত্যা চালানোর দায় অস্বীকার করায় পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় সিন্ডিকেটের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তান এ দেশের যে গণহত্যা চালিয়েছে তা পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তারা সেটা কীভাবে অস্বীকার করছে তা আমাদের বোধগাম্য নয়। ৩০ লাখ মানুষ হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দেশ পাকিস্তান। কিন্তু যখন তারা বলে, গণহত্যার সঙ্গে জড়িত নয় তারা; তখন আমরা মনে করি, তারা আবার দ্বিতীয়বার গণহত্যা চালাচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, চলতি মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং আজকে সিন্ডিকেটের মাধ্যমে এটা কার্যকর করা হলো। এর ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র-শিক্ষক পাকিস্তানে যাবে না। তারা এলেও আমরা গ্রহণ করব না। তবে যারা অধ্যয়নরত আছে তারা থাকবে। কারণ সিদ্ধান্ত গ্রহণ করার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল।
এ সময় উপাচার্য আরেফিন সিদ্দিক বাংলাদেশ সরকারের কাছে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। একই সঙ্গে জাতিসংঘ, সার্কসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তিনি।
এ সময় সিন্ডিকেট ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন