পাকিস্তানের ৩০০ মিলিয়ন ডলার মার্কিন সহায়তা বাতিল
পাকিস্তানের জন্য প্রতিশ্রুত ৩০০ মিলিয়ন ডলার সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন দক্ষিণ এশীয় নীতির সমর্থনে চূড়ান্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানকে দেয়া এ সহায়তা বাতিল করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পাকিস্তান সফরের দিনকয়েক আগে পেন্টাগন ইসলামাবাদকে দেয়া অর্থ সহায়তা বাতিলের এ ঘোষণা দেয়া হয়। পাকিস্তান সফরে দেশটির নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পম্পেওর দেখা হওয়ার কথা রয়েছে।
পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কন ফকনারের বরাত দিয়ে এএফপি জানায়, বাতিল হওয়া এ অর্থের ছাড় আগে স্থগিত রাখা হয়েছিল। এখন পাকিস্তানকে দেয়ার বদলে ওই অর্থ সামরিক বাহিনী তাদের জরুরি অগ্রাধিকার বিভিন্ন প্রকল্পে খরচের পরিকল্পনা নিয়েছে বলেও মার্কিন এ সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
কন ফকনার বলেন, সব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর চাপ অব্যাহত রাখব আমরা।
পেন্টাগন ঘোষণা দিলেও অর্থ সহায়তা বাতিলের এ সিদ্ধান্তটি মার্কিন কংগ্রেসে অনুমোদিত হতে হবে বলে জানিয়েছে বিবিসি। জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া দেয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
শনিবার পেন্টাগন জানিয়েছে, জঙ্গিদের নিরাপদ অঞ্চলগুলোতে অভিযান চালাতে পাকিস্তানকে তাড়া দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর আগে চলতি বছরের শুরুতে পাকিস্তানকে দেয়া ২০০ কোটি ডলারের মতো অর্থ সহায়তা স্থগিতের ঘোষণাও দেয়া হয়েছিল।
জঙ্গি দমনে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই বেশ কট্টর অবস্থানে। মার্কিন প্রেসিডেন্ট এর আগে পাকিস্তানের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যুক্তরাষ্ট্রকে ধোঁকা দেয়ার অভিযোগ এনেছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সরকার পাকিস্তানে সব ধরনের নিরাপত্তা সহায়তা তহবিল কাটছাঁট করা হবে বলেও জানিয়েছিল। ওয়াশিংটন ও তাদের দক্ষিণ এশীয় মিত্রদের অভিযোগ, ইসলামাবাদ জঙ্গিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে দিয়ে আফগানিস্তানের ভেতর হামলা চালানোর অবাধ সুযোগ করে দিচ্ছে।
পাকিস্তান অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ অস্বীকার করে আসছে।
পাকিস্তানে সামরিক বাহিনীর অর্থ সহায়তা বাতিলের ঘোষণা দেয়ার আগের দিনই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার তহবিলেও আর টাকা দেয়া হবে না বলে জানিয়েছিল মার্কিন প্রশাসন।
জাতিসংঘের ত্রাণ ও কাজবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএকে অবিশ্বাস্য রকমের ত্রুটিপূর্ণ প্রতিষ্ঠান হিসেবেও অ্যাখ্যা দিয়েছে তারা।
ফিলিস্তিনিরা ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে তাদের ওপর হামলা হিসেবে অভিহিত করেছে। ইউএনআরডব্লিউর তহবিল বন্ধে ট্রাম্প প্রশাসনের এ ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে সতর্ক করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসও।
তার আশঙ্কা, প্রতিষ্ঠানটির এ ক্ষতি, নিয়ন্ত্রণ করা যাবে না এমন চেইন রিঅ্যাকশনের সূচনা করতে পারে
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন