পাকিস্তানে ‘কোহলি-ভক্ত’ গ্রেপ্তার
চিরবৈরী দেশের মানুষ হলেও শচীন টেন্ডুলকারের প্রতি পাকিস্তানিদের শ্রদ্ধা-ভালোবাসার কথা কারো অজানা নয়। এখন জানা যাচ্ছে এক কোহলি-ভক্ত পাকিস্তানির কথা। পাঞ্জাব প্রদেশের উমর দ্রাজ এতটাই বিরাট কোহলির ভক্ত যে ভারতের প্রজাতন্ত্র দিবসে নিজের বাসার ছাদে ভারতের পতাকার উঠিয়েছেন। সেজন্য গ্রেপ্তারও হতে হয়েছে তাঁকে।
মঙ্গলবার ছিল ভারতের প্রজাতন্ত্র দিবস। এদিন প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখিও হয়েছিল ‘টিম ইন্ডিয়া’। খেলা চলার সময় লাহোর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে পাঞ্জাবের ওকারা জেলায় নিজের বাসার ছাদে ভারতের তেরঙা পতাকা উঠিয়েছিলেন দ্রাজ। ঘটনাটা জানাজানি হওয়ার পর দ্রুত তাঁর বাসায় চলে আসে পুলিশ। দ্রাজকে গ্রেপ্তার করার পর মুহাম্মদ জামিল নামের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা উমর দ্রাজের বাসায় অভিযান চালিয়ে ছাদ থেকে ভারতের একটি পতাকা উদ্ধার করেছি।’
দ্রাজের বাসার দেয়ালে ভারতের টেস্ট অধিনায়ক কোহলির একটি পোস্টারও দেখতে পেয়েছে পুলিশ। কোহলির জন্যই যে তিনি ভারতের সমর্থক, সে কথা জানিয়ে দ্রাজ বলেছেন, ‘আমি বিরাট কোহলির ভক্ত। কোহলির জন্যই আমি ভারতীয় দলকে সমর্থন করি। বাসার ছাদে ভারতীয় পতাকা ওঠানো তাঁর প্রতি আমার ভালোবাসারই নিদর্শন।’ তাঁর দাবি তিনি শুধু ভারতীয় ক্রিকেটের একজন ভক্ত, কোনো গুপ্তচর নন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন