পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ফেসবুক পেজ চলছে রমরমিয়ে
পাকিস্তান জুড়ে ৬৫টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু কোথায় গোয়েন্দা আর কোথায় প্রশাসন! বহাল তবিয়তে এখনও সোশ্যাল মিডিয়ায় চলছে তাদের কার্যকলাপ। ৬৫টি সংগঠনের মধ্যে ৪০টিরও বেশি সংগঠন এখনও সক্রিয় ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মত স্যোশাল মিডিয়ায়। এমনটাই জানিয়েছেম পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির এক আধিকারিক। এই সংস্থার উপরেই ওই পেজগুলি বন্ধ করার দায়িত্ব রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, ওই সব মাধ্যমে সংগঠনগুলি লোক নিয়োগ করে, টাকা সংগ্রহ করে। অথচ পাক সরকারের নির্দেশ, কেউ যদি প্রশাসন, পাক সেনা কিংবা পাকিস্তানি গোয়েন্দাদের নিন্দা করে তাহলে তাদের পেজগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। FIA-র তরফে অন্তত ৭০ জন অ্যাকটিভিস্টকে জেরা করা হয়েছে। এর মধ্যে মাত্র দু’জনকে মুক্তি দেওয়া হয়েছে। সাংবাদিক ও অ্যাকটিভিস্টদের মতে, নিষিদ্ধ সংগঠনের পেজগুলি সেনার তত্ত্বাবধানে চলে।
একটি ফেসবুক পেজে আফগানি তালিবান পতাকার ছবি রয়েছে। আরবি ভাষায় লেখা রয়েছে এটি ইসলামিক এমিরেট অফ আফগানিস্তানের পেজ। অন্য একটি পেজ রয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সঈদের নামে। সঈদের মাথার দাম ১০ মিলিয়ন ডলার। তার সংগঠন লস্কর-ই-তইবাকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। আমেরিকা এদের জঙ্গি তকমা দিয়েছে। কিন্তু তাতে কি একাধিক পেজ চলে সঈদের নামে। টাকা তোলা হয় চ্যারিটির নামে।
ফেসবুক ও ট্যুইটারের তরফে সন্ত্রাসবাদ প্রচারের প্রমাণ থাকলে সেইসব পেজ ব্যান করে দেওয়া হয়। গত বছরের শেষার্ধে ৩৭৬,৮৯০ টি পেজ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর মধ্যে ২ শতাংশ বন্ধ হয়েছে পাকিস্তান সরকারের আবেদনে। Kolkata24x7
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন