পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে হামলা, গোলাগুলি চলছে
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের চরসাদ্দা এলাকায় বাচা খান বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার বন্দুকধারীরা হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে তিনজন আহত হয়েছে বলে জানা যায়। এদের মধ্যে তিনজন শিক্ষার্থী। স্থানীয় জেলা হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে এবং স্থানীয় সকল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী পৌছেছে।
পুলিশ জানায়, বন্দুকধারী এক ব্যক্তি সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে দুটি বিষ্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দুজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।গোলাগুলি এখনও চলছে।
জিও টিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়টির ভেতরে ঢুকে পড়ে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আটকা পড়েছে।
বাচা খান বিশ্ববিদ্যালয় পেশোয়ার থেকে ৫০ কিলোমিটার দূরে চরসাদ্দা এলাকায় অবস্থিত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফজল রাহেম মারওয়াত বলেন, গোলাগুলি এখনো চলছে। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেছে, সেটা এখনি বলা যাচ্ছে না।
উপাচার্য আরও বলেন, ঘটনার সময় তিন হাজারের বেশি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন।এমনকি হোস্টেলে অনেক ছাত্রী রয়েছে। ভবনের ভেতরে আটকা পড়েছে ৫০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী।
ইংরেজি বিভাগের শিক্ষক সাবির খান বলেন, ‘আমি ডিপার্টমেন্ট থেকে ক্লাসের দিকে যাচ্ছিলাম, সেই সময়ে গোলাগুলি শুরু হয়। ঘটনার সময়ে বেশিরভাগ শিক্ষার্থী ক্লাসে ছিলেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন