পাকিস্তানে ব্রিটিশ নারীকে হত্যা : বিচার চাইলেন স্বামী

পাকিস্তানে অনার কিলিংয়ের শিকার ব্রিটিশ নারীর স্বামী মুক্তার কাজাম যুক্তরাজ্য ও পাকিস্তান সরকারের কাছে স্ত্রী হত্যার বিচার দাবি করেছেন।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি নগরীতে এক সংবাদ সম্মেলনে মুক্তার কাজাম তার স্ত্রী সামিয়া শাহিদের ময়নাতদন্তের প্রতিবেদনের কপি তুলে ধরেন।
বার্তা সংস্থা এএফপি’কেও একটি কপি দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী শাহিদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কাজাম এ হত্যাকে ‘অনার কিলিং’ বলে উল্লেখ করেছেন। পাকিস্তানে এটা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পরিবারের সম্মানহানির অভিযোগে এ অনার কিলিংয়ের ঘটনা ঘটছে।
কাজাম ‘অনার কিলিং’র এর ওপর আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে চান।
সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। তিনি বলেন, ‘আমি ব্রিটিশ ও পাকিস্তান সরকারের কাছে নিরপেক্ষ বিচারের অনুরোধ জানাচ্ছি।’
কাজাম ও শাহিদ উভয়ে পাকিস্তান ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। পুলিশ জানায়, তারা দুই বছর আগে বিয়ে করেন এবং দুবাইতে থাকতেন। এটা শাহিদের দ্বিতীয় বিয়ে ছিল।
কাজাম বলেন, বিয়ের আগে তার স্ত্রী শিয়া ইসলাম গ্রহণ করেন। এতে তার পরিবার ক্ষুব্ধ হয়।
তিনি অভিযোগ করেন, গত ২০ জুলাই পাঞ্জাব প্রদেশে নিজ গ্রামে পরিবারের সঙ্গে দেখা করতে গেলে শাহিদকে হত্যা করা হয়।
শাহিদের বাবা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি তদন্ত চান না। তিনি দাবি করেন, তার মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ বলেছে, হত্যার সঙ্গে শাহিদের প্রথম স্বামীর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি গ্রেফতারের আগেই জামিন নিয়েছেন।
এছাড়া তার বাবা-মা ও এক চাচাতো ভাইয়ের সংশ্লিষ্টতাও তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন