পাকিস্তানে সামরিক হাসপাতালে বোমা হামলা, বহু হতাহত

পাকিস্তানের কোয়েটা প্রদেশের রাজধানী বেলুচিস্তানের সামরিক হাসপাতালে ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সারফারাজ বাগতির বরাত দিয়ে পাকিস্তানভিত্তিক ডন নিউজ এ তথ্য জানায়। এই ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
যদিও এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় কমপক্ষে ২৫জন নিহত এবং ৩৫জন আহত হয়েছেন।
আজ সোমবার সকালে বেলুচিস্তান বার এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বিলাল আনোয়ার কাসি আততায়ীর গুলিতে প্রাণ হারানোর কয়েক ঘণ্টা পরেই ঘটলো এই বিস্ফোরণ। বিলাল কাসির মরদেহ সামরিক হাসপাতালে নেয়া হলে সেখানে জড়ো হয় তার সহকর্মী অন্যান্য আইনজীবীরা। ঠিক সেই সময়েই বিস্ফোরণ ঘটানো হয়। এতে বেশ কয়েকজন আইনজীবী মারাত্মক আহত হয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকা থেকে গোলাগুলির আওয়াজ আসছিল।
ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরাও আহত হয়েছেন বলে শোনা যায়। আজ টিভির সাংবাদিক নিহত এবং ডন নিউজের চিত্র সাংবাদিক আহত হয়েছেন।
বিস্ফোরণের পরেই পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। গোটা কোয়েটা প্রদেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের অনেকেই চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।
বাগতি বলেন, ‘এটি অবশ্যই নিরাপত্তার ঘাটতি। ব্যক্তিগত ভাবে আমি এই তদন্তের দেখভাল করছি। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। কারণ এই হাসপাতালকে কোন হুমকি দেয়া হয়নি।’
গত প্রায় এক দশকের বেশি সময় ধরে বেলুচিস্তানে সংঘর্ষ এবং টার্গেট কিলিং চলছে। এসব বেশিরভাগ হামলার শিকার হয়েছে সংখ্যালঘু শিয়া এবং হাজারা গোষ্ঠী। এই প্রদেশে আল-কায়দার মদতপুষ্ঠদের ব্যাপক প্রভাব রয়েছে। কোয়েটা প্রদেশের সঙ্গে আফগানিস্তান এবং ইরানের সীমান্ত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন