সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাকিস্তানে হাই পারফরম্যান্স দল পাঠাবে না বাংলাদেশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের স্বেচ্ছাচারিতায় অনিশ্চিত হয়ে পড়েছে পাকিস্তানের বাংলাদেশ সফর। এমনকি পিসিবিকে সফরসূচি পাঠিয়েও কোনো জবাব পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পিসিবির এমন আচরণে বিস্মিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও। পাকিস্তানের এমন মত পরিবর্তনের পর পাকিস্তান সফর থেকে ফিরে এসেছে বাংলাদেশও। হাই পারফরম্যান্স (এইচপি) দলের জুলাইয়ে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, হাই পারফরম্যান্স দলকে পাকিস্তানে খেলতে পাঠানো হবে না।

শনিবার এ প্রসঙ্গে পাপন বলেন, জাতীয় দলের তো প্রশ্নই ওঠে না। অনূর্ধ্ব-১৯ কিংবা এইচপি টিম পাঠানোর কথা ছিল। কিন্তু ওরা এখন যে ঘোষণা দিয়েছে তাতে আমরা আর আলোচনা করছি না।

শ্রীলঙ্কা সফরের সময় পিসিবি প্রধান শাহরিয়ার খানের সঙ্গে কথা হয়েছিল বিসিবি সভাপতির। তখন বাংলাদেশ থেকে এইচপি দল পাঠানোর কথা শোনা যায়। এর আগে পাকিস্তান জাতীয় দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ বাংলাদেশে এসে খেলতে আপত্তি জানায় দেশটি।

এরপর পাকিস্তানের পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তাতে আগ্রহ দেখায়নি বাংলাদেশ। মূলত পাকিস্তানের এমন সিদ্ধান্তে বেঁকে বসেছে বিসিবিও।

বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেটে আস্থা রাখছেন বিসিবি প্রধান। বাংলাদেশ ক্রিকেটের শক্তি বেড়ে যাওয়ার পেছনের কারণ নিয়ে তিনি বলেন, দলে অনেক নতুন ক্রিকেটার এসেছে, যারা ভালো খেলছে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের পারফরম্যান্স দলে প্রভাব ফেলছে। নাসিরের মতো খেলোয়াড় দলে সুযোগ পাচ্ছে না। মিরাজের মতো খেলোয়াড়কে খেলানো যাচ্ছে না। দলের প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ প্রতিযোগিতা হচ্ছে তাতেই আমাদের পারফরম্যান্স উপরের দিকে উঠছে।

বদলে যাওয়া দল বলেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সাফল্য নিয়ে যথেষ্ট আশাবাদী বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা একটা সময় মাত্র তিন-চারজন ক্রিকেটারের ওপর নির্ভর করতাম। এখন আমাদের দলে অনেক ম্যাচ উইনার আছে। সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক এবং মাহমুদউল্লাহর পরও যারা এসেছেন তারাও দুর্দান্ত। আমরা এমন একটি গ্রুপে পড়েছি, যারা এই কন্ডিশনে ভালো খেলে। সেদিক থেকে আমাদের জন্য চ্যাম্পিয়নস ট্রফিটা একটু কঠিন। তবে বাংলাদেশ যদি দলীয় পারফরম্যান্স প্রদর্শন করতে পারে তাহলে অবশ্যই ভালো কিছু সম্ভব।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি