পাকিস্তানে হিন্দু বিবাহ আইন পাস

পাকিস্তানের মানবাধিকার বিষয়ক সিনেট কার্যকরী কমিটি হিন্দু বিবাহ আইন পাস করেছে। সোমবার সিনেট সদস্যদের সর্বসম্মতিক্রমে বহুল প্রতীক্ষিত হিন্দু বিবাহ আইনটি পাস হয়। খবর ডন নিউজের।
গত বছরের সেপ্টেম্বরের শুরুর দিকে পাকিস্তানের পার্লামেন্টে ‘হিন্দু ম্যারেজ বিল ২০১৬’ পাস হয়। এর মাধ্যমে পাকিস্তানের বসবাসরত হিন্দুদের জন্য ব্যাপক গ্রহণযোগ্য পারিবারিক আইন পাস করা হলো। এই আইন পাসের ফলে পাকিস্তানের হিন্দু সম্প্রদায় বিয়ে নিবন্ধন এবং তালাকের ক্ষেত্রে আদালতে আপিল করতে পারবে। আর এই আইন অমান্যকারীদের শাস্তির বিধানও রাখা হয়েছে। অবশেষে পাকিস্তানের হিন্দুরা মুসলমানদের নিকাহনামার মতো বিয়ের প্রমাণপত্রের দলিল হিসেবে ‘শাদিপত্র’-এর অনুমোদন পেল।
হিন্দু বিয়ের এই আইনের মাধ্যমে তালাকপ্রাপ্ত নারী-পুরুষ পুনরায় বিয়ে করতে পারবেন। আইনের ১৭ ধারা অনুযায়ী, হিন্দু বিধবারা তাদের ইচ্ছানুযায়ী আবার বিয়ে করার অধিকার পাবেন। স্বামীর মৃত্যুর ছয় মাস পর কোনো বিধবা চাইলে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।
মুত্তাহিদ কওমি মুভমেন্টের সিনেটর নাসরিন জলিলের সভাপতিত্বে বিলটি আলোচনার জন্য সিনেট কমিটির সামনে উত্থাপন করা হয়। কিছুক্ষণ পরই সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়।
সংখ্যালঘু হিন্দু সাংসদ ডা. রমেশ কুমার ভানকাওয়ানি এই পদক্ষেপকে পাকিস্তানের হিন্দুদের জন্য নতুন বছরের উপহার বলে মন্তব্য করেন।
তিনি বলেন, এই আইন পাস হওয়ার কারণে আমরা পাকিস্তানি হিন্দুরা আনন্দিত। পারিবারিক আইনে এখন হিন্দুরা বিবাহ নিবন্ধন এবং তালাকের জন্য আবেদন করতে পারবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন