পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি কাল

আগামীকাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।
ক্যারিবীয়দের বিরুদ্ধে এর আগে চারটি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান। এর মধ্যে উভয় দলই দুইটি করে জয় পেয়েছে।
এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দিবেন কার্লোস ব্র্যাথওয়েট। ক্যারিবীয়দের দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতানো অধিনায়ক ড্যারেন স্যামি দল থেকে বাদ পড়েছেন। এই স্কোয়াডে নেই ক্রিস গেইলও।
টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), হাসান আলী, খালিদ লতিফ, মোহাম্মদ নওয়াজ, রুম্মন রইস, শারজিল খান, সোহেল তানভীর, ওয়াহাব রিয়াজ, বাবর আজম, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিম, সোয়েব মালিক, উমর আকমল।
টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ডাওয়েন ব্রাভো, আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), এভিন লিউইস, রভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, জেরোম টেইলর, কেজরিক উইলিয়ামস, স্যামুয়েল বাদরি, জনসন চার্লস, জ্যাসন হোল্ডার, সুনিল নারিন, নিকোলাস পুরান, মারলন স্যামুয়েলস, চাঁদউইক ওয়ালটন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন