পাকিস্তান ক্রিকেটে নতুন বোমা

পাকিস্তান ক্রিকেট দলের খারাপ পারফরমেন্সের ব্যাপারে নতুন বোমা ফাটালেন দেশটির বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, সাম্প্রতিক খারাপ পারফরমেন্সের কারণ হচ্ছে জাতীয় দলে শিক্ষিত খেলোয়াড়ের অভাব।
কোয়েটাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে খান বলেন, বর্তমান দলে একমাত্র গ্রাজুয়েট খেলোয়াড় মিসবাহ-উল-হক।
তিনি বলেন, ‘এই মুহূর্তে মিসবাহ ছাড়া দলে কোন গ্রাজুয়েট খেলোয়াড় নেই এবং শিক্ষিত খেলোয়াড়দের অনুপস্থিতিই সাম্প্রতিক সময়ে দলের খারাপ পারফরমেন্সের প্রথম কারণ।’
‘ভবিষ্যতে দলে শিক্ষিত খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করতে এবং বর্তমান অনেক মেধাবী ক্রিকেটারদের বিকশিত করতেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।’
এখন থেকে শৃংখলাজনিত বিষয়ে বোর্ড কোন আপোষ করবে না বলেও স্বীকার করেন পিসিবি প্রধান।
তিনি বলেন, ‘শৃংখলাজনিত কারণে আহমেদ শেহজাদ ও উমর আকমলকে দলে নেয়া হয়নি এবং একটা বিষয় আমরা পরিস্কার করতে চাই- ডিসিপ্লিন ও ফিটনেস ইস্যুতে আমরা কোন আপোষ করবনা।’
এ বিষয়ে খান আরো বলেন, ‘যে কারণে আমরা নতুনভাবে ফিটনেস পরীক্ষা নিয়েছি এবং ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার আগে আমরা সেনাবাহিনীর তত্বাবধানে কাকরুলে বুট ক্যাম্প আয়োজন করছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন