পাকিস্তান গিয়ে খেলতে অতিরিক্ত কত হাজার ডলার নিয়েছেন স্যামিরা
পাকিস্তানের মাটিতে খেলতে অতিরিক্ত ৫০ হাজার ডলার করে নিয়েছে চ্যাম্পিয়ন দল পেশোয়ার জালমির বিদেশি ক্রিকেটাররা। ক্রিকইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কোয়েটা গ্লাডিয়েটর্সের চার বিদেশি ক্রিকেটার কেভিন পিটারসেন, লুক রাইট, টিমাল মিলস আর রিলে রসোউ ফাইনাল থেকে নিজেদের আগেই সরিয়ে নিয়েছিলেন।
তাদের বদলি হিসেবে পাকিস্তানে খেলতে গিয়েছেন বাংলাদেশের এনামুল হক বিজয়, দক্ষিণ আফ্রিকার মরনে ভ্যান উইক, জিম্বাবুয়ের শিন আরভিন আর ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিত। অন্যদিকে, পেশোয়ার জালমির সবাই খেলেছেন লাহোরে। শুরুতে বলা হচ্ছিল আসবেন না তাদের কেউই। পরবর্তীতে ড্যারেন স্যামির পাশাপাশি আরো দুই ক্যারিবিয়ান মারলন স্যামুয়েলস, ক্রিস জর্ডান আর ইংল্যান্ডের দাওইদ মালান; সবাই খেলেছেন।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হচ্ছে, এই ক্রিকেটারদের প্রত্যেককে মূল অর্থের সঙ্গে আলাদা করে ৫০ হাজার ডলার দিয়ে লাহোরে খেলতে রাজি করানো হয়েছে। অবশ্য সেটা হয়ে থাকলেও আক্ষেপ থাকার কথা নয় জালমি কতৃপক্ষের। দিন শেষে কোয়েটাকে ৫৮ রানে পরাজিত করে শিরোপা জিতেছে স্যামি-স্যামুয়েলসরাই। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবকটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও ফাইনাল ম্যাচটি লাহোরে আয়োজন করা হয়।
কিন্তু ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সেই হামলার ঘটনার পর পাকিস্তানে আর আন্তর্জাতিক ক্রিকেট একরকম অলিখিতভাবে নিষিদ্ধ রয়েছে। এর মধ্যে জিম্বাবুয়ে দল একবার সফর করলেও তার প্রভাব অন্যদের উপর পড়েনি বললেই চলে। বিদেশি ক্রিকেটাররাও ঝুঁকি নিয়ে সেখানে যায়নি। সবকিছু মিলিয়েই পিএসএলের ফাইনালিস্ট দুই দলের বিদেশি ক্রিকেটাররা লাহোরে খেলা থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন