পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে যাকে দেখতে চান আফ্রিদি
উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেখতে চান দেশটির সাবেক দলপতি শহিদ আফ্রিদি।
তিনি বলেন, ‘ক্রিকেটের তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক হবার যোগ্যতা রাখে সরফরাজ।’
সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ানডেতে আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না পাকিস্তান। আর সেই দায়টা গিয়ে পড়েছে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও ওয়ানডে অধিনায়ক আজহার আলীর উপর। তাই এই দু’ফরম্যাট থেকে মিসবাহ ও আজহারকে সরিয়ে দেয়ার চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে কাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হবে, তা নিয়ে এখনো কিছু ভাবেননি পিসিবি।
তাই টেস্ট, ওয়ানডেতে সরফরাজকে অধিনায়ক হিসেবে দেখতে চাইছেন পাকিস্তানের সাবেক দলপতি আফ্রিদি, ‘যদি বোর্ড সরফরাজকে পাকাপাকিভাবে তিন ফরম্যাটের অধিনায়কত্ব দিয়ে দেয়, তবে লাভবান হবে পাকিস্তানের ক্রিকেট। দলের অধিনায়কত্ব করার সকল যোগ্যতা তার মধ্যে আছে।’
সফরাজের প্রশংসা করে আফ্রিদি আরো বলেন, ‘পাকিস্তান দলের লড়াকু খেলোয়াড় সরফরাজ। গেল কয়েক বছর সেই প্রমাণও দিয়েছে সে। ব্যাট হাতে দুর্দান্ত সব ইনিংস খেলেছে সরফরাজ। দলের বিপদে শক্ত হাতে হালও ধরেছে সে। তাই আমার মনে হয় পাকিস্তানের অধিনায়কত্বটাও ভালোভাবে সামলাতে পারবে সরফরাজ।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন