পাকিস্তান দলে বড় দুঃসংবাদ, নিষিদ্ধ হতে পারেন সরফরাজ
এক রকম হাল ছেড়েই দিয়েছিল পাকিস্তানের , কিন্তু এই ছেড়ে দেয়া হাল একাই ধরেন অধিনায়ক সরফরাজ আহমেদ। খুবই সতর্কতার সঙ্গে দেখেশুনে ৭৯ বলে ৬১ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন তিনি। মূলত তার এই ইনিংসে ভর করে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় ৩ উইকেটে। নিশ্চিত করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল।
তার এমন বীরোচিত ব্যাটিংয়ের উপহার স্বরূপ ম্যাচসেরার পুরস্কারটি তার হাতেই উঠেছে। তবে জয়ের হাসিটা খুব বেশিক্ষণ লেগে থাকেনি। দিনশেষে জরিমানার খড়গেও কাটা পড়তে হয়েছে তাকে ও তার সতীর্থদের।
স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের অধিনায়ক সরফরাজের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার সতীর্থদের প্রত্যেকের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ফিল্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও মারাইস এরাসমাস, তৃতীয় আম্পায়ার ক্রিস গাফানি ও চতুর্থ আম্পায়ার ইয়ান গোল্ড সরফরাজ ও পাকিস্তান দলকে এই জরিমানা করেন।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে ৫০ ওভার শেষ করতে যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে তারা শেষ করতে পারেনি। নির্দিষ্ট সময়ে ১ ওভার কম করেছিল পাকিস্তান। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও যদি একই দোষে দোষী হন সরফরাজ তাহলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন