পাকিস্তান- বাংলাদেশ সিরিজের চূড়ান্ত সময়সূচী প্রকাশ
পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সফরসূচি অনুযায়ী পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নয় জুলাই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, একটি টি-টোয়েন্টি ছাড়াও টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। এক মাসব্যাপী সফর শেষে আট আগস্ট দেশে ফিরে যাবে দলটি। ইতোমধ্যে, দুই বোর্ডের আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে ম্যাচের ভেন্যু।
বিসিবি সূত্রে জানা গেছে সংস্কার কাজ পরিচালনা করার জন্য এ সিরিজের কোন ম্যাচই গড়াচ্ছে না হোম অব ক্রিকেটখ্যাত মিরপুর শে-এ-বাঙ্গা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে বিসিবির চিন্তায় ফতুল্লা ও সিলেট স্টেডিয়াম!
ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দু’সলের মধ্যকার লড়াই। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪, ১৬ ও ১৯ জুলাই। ওয়ানডে সিরিজের আগে নিজেদের প্রস্তুত করতে বিসিবি একাদশের বিপক্ষে ১২ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ওয়ানডে সিরিজের প্রথম দু’টি ম্যাচ ফতুল্লায় এবং শেষটি সিলেট কিংবা চট্টগ্রামে আয়োজন করার পরিকল্পনা বিসিবির।
একদিনের আন্তর্জাতিক ম্যাচ শেষে টি-টোয়েন্টি ও টেস্ট আয়োজনের জন্যও বিসিবি বিবেচনায় রাখছে এ দু’টি ভেন্যুকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন