পাকিস্তান শেষ আটে
টানা দ্বিতীয় জয়ে ১১তম যুব বিশ্বকাপে ‘বি’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শনিবার কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে তারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও জয় পেয়েছিল পাকিস্তান।
শনিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কানাডা টসে জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রানের বেশি করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ভাভিন্দু আধিহেত্তি। এছাড়া ৪৪ রান আসে অধিনায়ক আবরাস খানের ব্যাট থেকে। পাকিস্তানের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হাসান খান। ২টি উইকেট নেন সাদাব খান। ১টি করে উইকেট নেন হাসান মহসিন ও আহমেদ শফিক।
১৭৯ রানের ব্যাটিংয়ে নেমে ৫১ রানে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙে। অধিনায়ক গুলহার হাফিস ২০ রানে সাজঘরে ফিরে যান। তিনে নামা মোহাম্মদ আসাদ ৬ রানেই ফিরে যান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি পাকিস্তানকে। তৃতীয় উইকেটে ওপেনার জিসান মালিক ও সাইদ বদর ১০৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। জিসান মালিক শেষ পর্যন্ত খেলে ৮৯ রানে অপরাজিত থাকলেও সাইফ বদর ৪৪ রানে ফিরে যান। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।
ম্যাচসেরা নির্বাচিত হওয়া পাকিস্তানের ওপেনার জিসান মালিক ১২২ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮৯ রানের ইনিংসটি সাজান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন