পাকিস্তান সব সোনা লুট করে নিয়ে গেছে: কৃষিমন্ত্রী
পাকিস্তান ১৯৭১ সালে যুদ্ধে হেরে বাংলাদেশে ব্যাংকে রাখা আমাদের সব সোনা লুট করে নিয়ে গেছে। শুধু তা নয় তারা বাংলাদেশের ব্যাংকে থাকা সব টাকা পুড়িয়ে দিয়ে যায়।
বিজয় দিবসের পরে মতিঝিল এলাকায় গেলে পোড়া টাকার গন্ধ পাওয়া যেত। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আজ শনিবার বিসিএসআইআর অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত আজীবন সম্মাননা প্রদান ও বার্ষিক সাধারণ সভা-২০১৬ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান আমলে বিজ্ঞানের বিষয়ে এ বাংলায় কোন সহযোগিতাই করা হত না।
১৯৭৩ সালে বঙ্গবন্ধুই এই বিসিএসআইআর প্রতিষ্ঠা করেন। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যার পর সব কিছুর মতই বাংলাদেশে বিজ্ঞান চর্চাও পথহারা হয়ে পড়ে। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ রূপকল্প ঘোষণা করেছেন, এখন তিনি রূপকল্প ২০৪১ দিতে যাচ্ছেন। মতিয়া চৌধুরী বলেন, সরকার আসবে যাবে কিন্তু এ ধরনের রূপকল্প দেশকে এগিয়ে নিতে প্রস্তুতি হিসেবে কাজ করবে। রাজধানীর সাইন্সল্যাবে বিসিএসআইআর অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়।
বিসিএসআইআর অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কাজী আক্তারুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিসিএসআইআর সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ ওয়ালীউজ্জামান বর্তমান চেয়ারম্যান মো. ফারুক আহমেদ প্রমুখ। সম্মাননা দেওয়া হয় বিজ্ঞানী ড. ফজলে রাব্বি, ড. আব্দুল খালেক, ড. শামীম জাহাঙ্গীর আহমেদ এবং ড. মুহাম্মদ কবিরউল্লাহকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন