পাকিস্তান সিরিজ বাতিল আফগানিস্তানের

কাবুলে নৃশংস বোমা হামলার কারণে পাকিস্তানের বিপক্ষে প্রস্তাবিত হোম এন্ড এ্যাওয়ে ক্রিকেট সিরিজ বাতিল করেছে আফগানিস্তান। এ নৃশংস হামলার জন্য ইসলামাবাদ সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করছে আফগানিস্তানের গোয়েন্দা বাহিনী।
চলতি বছর কাবুলে পাকিস্তানের প্রথম টি-২০ ম্যাচ খেলার কথা ছিল। যে ম্যাচকে দুই দেশের আন্তঃসীমান্ত উত্তেজনা হ্রাসের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল।
আগামী জুলাই-আগস্টে কাবুলে ম্যাচটি হওয়ার কথা ছিলো এবং এরপর পাকিস্তানের মাটিতে দ্বিতীয় ম্যাচ।
কিন্তু দেশটির কূটনীতিক পাড়ায় শক্তিশালী এক ট্রাক বোমা হামালায় কমপক্ষে ৯০ ব্যক্তি নিহত হওয়ার পর এ সিরিজ বাতিল করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বুধবার রাতে কঠোর ভাষায় এক বিবৃতি দেয়।
বুধবারের এ হামলার জন্য কোনো গ্রুপই দায় স্বীকার করেনি। এমনকি তালেবানও হামলার দায় অস্বীকার করেছে।
আফগান ক্রিকেট বোর্ড নিজস্ব ফেসবুকে দেয়া এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সকল প্রকার ক্রিকেট ম্যাচ ও পারস্পরিক সম্পর্কের চুক্তি বাতিল করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
‘যে দেশ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের সঙ্গে কোনো প্রকার প্রীতি ম্যাচ ও পারস্পরিক সম্পর্কের চুক্তি সম্ভব নয়।’
আফগানিস্তান গোয়েন্দা সংস্থা এ হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনীর মদদ পাওয়া তালেবানের হাক্কানি নেটওযার্ককে দায়ী করছে।
আফগানিস্তানের এমন ঘোষণার ফলে পাকিস্তানি ক্রিকেটাররা আঞ্চলিকভাবেও আরো বেশি এক ঘরে হয়ে পড়বে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন