পাকিস্তান সুপার লিগে খেলতে প্রস্তুত সাকিব-তামিম
কয়েক বছর ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আদলে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্থানের ক্রিকেট বোর্ড। অবশেষে ২০১৬ এর ফেব্রুয়ারির ৪ থেকে ২৫ তারিখে কাতারে জাকজমকভাবে পাকিস্তান ক্রিকেট লিগ(পিসিএল) নামের এই টুর্নামেন্টের প্রথম আসর আয়োজনের পথে অনেকটাই এগিয়ে গেছে পিসিবি।
শুরু থেকেই এই টুর্নামেন্টে বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছে পিসিবি। এবার সাকিব-তামিম নিজেরাই জানালেন সুযোগ পেলে ও জাতীয় দল ক্ষতিগ্রস্থ না হলে পিসিএলে খেলতে প্রস্তুত আছেন তারা।
এ সম্পর্কে ইংরেজি দৈনিক নিউ এজকে সাকিব বলেন, ‘এই টুর্নামেন্টে অকশনের জন্য আমি উন্মুক্ত থাকবো। কোন দল যদি আমাকে কেনে আর জাতীয় দলের হয়ে খেলা ক্ষতিগ্রস্ত না হয় তবে আমি অবশ্যই এই টুর্নামেন্টে খেলার চেষ্টা করবো। তবে আমি সেখানে খেলবো নাকি খেলবো না, এমন কিছু নিশ্চিত করে বলার সময় এখনো আসিনি।’
একই সুরে কথা বলেন তামিম ইকবালও, ‘বোর্ড(বাংলাদেশ ক্রিকেট বোর্ড) যদি আমাকে অনুমতি দেয় তবে পিসিএলে খেলতে আমার কোন আপত্তি নেই। তবে সবার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে জাতীয় দলের দায়িত্বে যেন কোন অবহেলা না হয়। যদি কোন সম্ভাবনা সৃষ্টি হয় তবে আমি অনাপত্তিপত্রের জন্য আবেদন করবো এবং আমার অংশগ্রহণ নিয়ে যদি কোন সমস্যার উদ্ভব না হয় তবে আমি খেলতে পারি।’
যদিও শেষ পর্যন্ত সব কিছু ব্যাটে-বলে মিলে গেলেও এই টুর্নামেন্টে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়তো তারা পাবেন না। কারণ জানুয়ারির ১৫ থেকে ফেব্রুয়ারির ১৬ তারিখ পর্যন্ত দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন