পাকিস্তান সুপার লিগে শুরু হচ্ছে গেইলের বিরুদ্ধে টাইগার তামিমের লড়াই

গেল ম্যাচে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে বিস্ফোরক ব্যাটিং করেন তামিম ইকবাল।
ঝড়-ঝাপটার ম্যাচে ৪৬ বলে ৪ চার আর ৪ ছয়ে ৬২ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন তামিম। মূলত তামিমের ব্যাটে ভর করে নির্ধারিত ১৬ ওভারে ১১৭ রানের পুঁজি পায় জালমি।
ওইদিন অবশ্য বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা ১৬ ওভারেই শেষ হয়। এরপর গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দল পেশোয়ার জালমি।
আজ আবার পিএসএলের শারজা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র খেলায় ক্রিকেট বিশ্বের ব্যাটিং দানব ক্রিস গেইলের বিরুদ্ধে টাইগার লড়াইয়ের নামবেন তামিম। কিছুক্ষণ পরই গেইলের করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের পেশোয়ার জালমি।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। দুই দলের একাদশেই রয়েছেন তামিম-গেইল। তবে ক্যারিবিয়ান ব্যাটিং দানব গেইলের বিপক্ষে আজও কি তামিম-ঝড় দেখবে ভক্তরা। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হয় গত ৯ ফেব্রুয়ারি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন